পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

অ্যাপলের 'বিজনেস কানেক্ট' ফিচার, দেখা যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো - APPLE BUSINESS CONNECT FEATURE

ব্যবহারকারীদের জন্য নতুন 'বিজনেস কানেক্ট' ফিচার আনল অ্যাপল ৷ ট্রু কলার আইডি-র মতো এই বিজনেস কলার আইডি কাজ করবে বলেই ঘোষণা করেছে অ্যাপল ৷

APPLE BUSINESS CONNECT FEATURE
অ্যাপল বিজনেস কানেক্ট নতুন বৈশিষ্ট্য পেয়েছে (অ্যাপল)

By ETV Bharat Tech Team

Published : Oct 21, 2024, 11:38 AM IST

হায়দরাবাদ:এবারবিজনেস কানেক্টের জন্য নতুন ফিচার অ্যাপলের ৷ ব্যবহারকারীদের ব্যাবসায়িক সুবিধার্থেই এই ফিচার এনেছে মার্কিন টেক জায়েন্ট ৷ নতুন 'বিজনেস কানেক্ট ফিচারে' অ্যাপেল ম্যাপ, অ্য়াপেল ওয়ালেটে ও ইমেলে ব্যবসায়িক প্রতিষ্ঠানটির লোগো ও তথ্য থাকবে ৷ গ্রহাকরা সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ৷

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপলের নতুন আইপ্যাড মিনি

এই ফিচার চালু হলে আগামী বছর থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বিজনেস কলার আইডি জন্য নথিভুক্ত করতে পারবেন ৷ যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের সঙ্গে যোগাযোগের সময় ইনবাউন্ড কল স্ক্রিনের নাম, লোগো এবং বিভাগ নির্বাচনের সুযোগ থাকে ৷ অ্যাপলের তরফে আরও জাননো হয়েছে, ব্যবহারকারীদের স্প্যাম কলার থেকে যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যাতে চিহ্নিত করণ করা যায় সেই সেই ব্যাপারেও গুরুত্ব দেওয়া হবে ৷

যাত্রীদের অর্থ ফেরতের ন্যায্য বিকল্প, বিল দিতে হবে; Ola-কে নির্দেশ কেন্দ্রের

'অ্যাপল বিজনেস কানেক্টে'এক জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নথিভুক্ত করতে ব্য়বসায়িক প্রতিষ্ঠানগুলি Apple অ্যাকাউন্ট (তৈরি করতে হবে) ব্যবহার করতে পারেন।'অ্যাপল বিজনেস কানেক্টে' ফিচারে একবার সাইন আপ করলেই, প্রতিষ্ঠানগুলি বিনামূল্যে তাদের ব্র্যান্ড কাস্টমাইজ শুরু করতে পারবে ৷ ইতিমধ্যেই 'অ্যাপল বিজনেস কানেক্ট' ফিচারে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি লোকেশন, প্লেস কার্ডে ছবি এবং লোগো আপডেট করার অনুমতি দিয়েছে ৷ এবার থেকে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যাদের স্টোর রয়েছে তাঁরা সহজেই ভিজ্যুয়াল ব্র্যান্ড পরিচয় তৈরি করতে পারবেন ৷ নতুন এই ফিচার চালু হলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে ৷

ভিভোর পুজো উপহার! দাম কমল Y28s 5G স্মার্টফোনের - Vivo Mobile Phones Price Cut

'বিজনেস কানেক্ট' ফিচারে আইফোনে ট্যাপ টু পে-তে ব্যবসায়িক লোগো কাস্টমাইজ করার সুবিধা রয়েছে । তাঁরা ইমেল এবং ফোন অ্যাপের মাধ্যমে তাদের ব্র্যান্ড প্রমোশন করতে পারবেন । ঠিক যেমন ট্যাপ টু পে কাস্টমাইজেশন, ব্র্যান্ডেড মেল তাদের বিশ্বাস তৈরি করার জন্য গ্রাহকদের ইমেলে ব্র্যান্ডের নাম এবং লোগো প্রদর্শন করতে দেবে ।

ABOUT THE AUTHOR

...view details