পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল - Amazon Great Indian Festival - AMAZON GREAT INDIAN FESTIVAL

Amazon Greatv Indian Festival: ই-কমার্স কোম্পানি অ্যামাজনে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ৷ ইতিমধ্যেই তারিখ ঘোষণা করেছে । বিভিন্ন জিনিসের উপর সর্বোচ্চ 70 শতাংশ ছাড় ঘোষণা করেছে ৷ সেইসঙ্গে SBI কার্ডে রয়েছে আকর্ষনীয় অফার ৷

Amazon Greatv Indian Festival
শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (অ্যামাজন)

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 2:17 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর:শীঘ্রই অ্যামাজনে শুরু হচ্ছে 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল' ৷ অনলাইন শপিং সাইটের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসের 27 থেকে অ্যামাজনে শুরু হবে এই সেল পর্ব ৷ তবে প্রাইম মেম্বাররা অবশ্য একদিন আগে থেকে জিনিস কেনার সুযোগ পাবেন ৷ তাঁদের জন্য 26 তারিখ থেকে চালু হয়ে যাবে সেল পর্ব ৷

পুজোর আগেই ফ্লিপকার্টে শুরু হচ্ছে 'বিগ বিলিয়ন ডে' সেল

Great Indian Festival 2024 সেলে বিভিন্ন জিনিসপত্রের উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ৷ এবার SBI কার্ড ব্যবহারকারীদের জন্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে কেনাবেচা করলে গ্রাহকরা 10 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এছড়াও Amazon Pay UPI-এর মাধ্যমে 1000 টাকা ও তার বেশি কেনাকাটায় 100 টাকা পর্যন্ত ছাড় মিলবে । এই সেলে মোবাইলের উপর 40 শতাংশ, ইলেকট্রনিক্স জিনিসপত্রে 75 শতাংশ, হোম অ্যাপ্লায়েন্সে 50 শতাংশ, ফ্যাশন ও জামা-কাপড়ের উপর 50-80 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি Amazon Alexa-এর উপর 55 শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে ।

10 হাজারের কমে 5জি মোবাইল, দেখে নিন ইনফিনিক্স হট ৫০র ফিচার

5,999 টাকা থেকে শুরু স্মার্টফোন

এই ছাড় দেওয়ার ফলে সব থেকে বেশি সস্তা হবে স্মার্টফোন ৷ 40 হাজারে পাওয়া যাবে আইফোন 13 ৷ আইফোনের অন্যান্য মডেলের দামও আরও কমবে ৷ অ্যামাজনের তরফে জানানো হয়েছে, 5,999 টাকা থেকে পাওয়া যাবে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন ৷ পাশাপাশি মোবাইল অ্যাক্সেসিরিজের দাম শুরু হবে 89 টাকা থেকে ৷ শর্তসাপেক্ষে 24 মাসের নো-কস্ট ইএমআই সুবিধা থাকতে পারে বলে জাাননো হয়েছে ৷ স্মার্ট টিভির দামও 6,999 টাকা থেকে শুরু হবে ৷ Amazon Alexa এবং FireTV স্টিক ডিভাইসগুলির দাম 1,999 টাকা থেকে শুরু হচ্ছে ৷ পাশাপাশি ভ্রমণের জন্য ফ্লাইট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বুকিং-এর উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বিভিন্ন জিনিসের উপর এক্সচেঞ্জ অফারও থাকছে ৷

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ

অন্যদিকে, উৎসবের মরশুমে জোর কদমে ব্যবসা বাড়াতে উদ্যোগী ফ্লিপকার্টে ৷ সংস্থাটি তাদের বার্ষিক সেল 'বিগ বিলিয়ন ডে'- র তারিখ ঘোষণা করেছে ৷ Flipkart Big Billion Days সেলও 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে। বলা হয়েছে যে সেলটি ফ্লিপকার্ট প্লাস সদস্যদের এক দিন আগে অর্থাৎ এই মাসের 26 তারিখ থেকে উপলব্ধ করা হবে। সেই সঙ্গে গ্রাহকরা ছাড় এবং দুর্দান্ত অফার পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details