হায়দরাবাদ:প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকি ইন্ডিয়া ভারতীয় বাজারে তার 2025 কাওয়াসাকি নিনজা 500 লঞ্চ করেছে। কোম্পানি এই মোটরসাইকেলটি 5.29 লক্ষ টাকা (এক্স-শোরুম, শহরভেদে ভিন্ন)। এই স্পোর্টস বাইকটি 2025 আপডেট মডেলে রঙের অপশনে পরিবর্তন করা হয়েছে । যান্ত্রিকভাবে, এই মোটরসাইকেলটি পুরানো নিনজা 500 এর মতো।
Kawasaki Ninja 500 এর বৈশিষ্ট্য
2025 এর জন্য এর বৈশিষ্ট্য তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। কোম্পানি Ninja 500 ভারতে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে পেশ করেছে এবং টপ-স্পেক SE ভেরিয়েন্টে নয় ৷ বাইকটিতে ব্লুটুথ সংযোগ-সহ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে ৷ মোবাইলে কোনও নোটিফিকেশন এলে এই এসসিডি ক্লাস্টারে রিফ্লেক্ট করবে ৷ পাশাপাশি চালককে গিয়ার পজিশন পরির্বতনের নির্দেশ দেবে এই ডিসপ্লের মাধ্যমে ৷ অন্যান্য ফিচার ছাড়াও এতে রয়েছে এলইডি হেডলাইট এবং ডুয়াল চ্যানেল এবিএস।
Kawasaki Ninja 500 ডিজাইন
2025 Kawasaki Ninja 500 মডেল নতুন রঙে বাজারে এসেছে । এই মোটরসাইকেলের ফেয়ারি সবুজ রঙের ভ্যেরিয়েন্টে লঞ্চ করেছে ৷ Ninja 500 হল Ninja 400 এর আপডেটেড ভার্সন । এটির ফ্রন্ট-এন্ড আপডেট করা কাওয়াসাকির অন্যান্য মডেলের মতোই ৷