পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধুবুলিয়ায় হোটেলে যুবকের দেহ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর-রাস্তা অবরোধ স্থানীয়দের - Body Recovered

Body Recovered in Nadia: হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা নদিয়ার ধুবুলিয়াতে ৷ যার প্রতিবাদে আজ সকাল থেকে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷ তাদের অভিযোগ পুলিশের মদতে ওই হোটেলে মধুচক্র ও বেআইনি মাদক কারবার চলে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 1:47 PM IST

ধুবুলিয়ায় হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় জাতীয় সড়ক অবরোধ

ধুবুলিয়া, 12 এপ্রিল: হোটেলের ঘরে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ দেহ আটকে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটিতে 34 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি হোটেলে ৷ অভিযোগ ওই হোটেলে দেহব্যবসা ও মাদক কারবারের মতো বেআইনি কাজকর্ম হয় ৷ আর ওই যুবকের মৃত্যু সেই বেআইনি কাজকর্মের যোগ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ৷ যার প্রতিবাদে ওই হোটেলে ভাঙচুর ও 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিংহাটি এলাকায় একাধিক হোটেলে মধুচক্র চালানো হচ্ছে ৷ সঙ্গে মাদক কারবার চলছে ৷ পুলিশ পুরো বিষয়টি জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এমনকি প্রায়শই হোটেলগুলিতে সমাজবিরোধীদের আনাগোনা লেগে থাকে ৷ আর দেহ উদ্ধারের মতো ঘটনা আকছাড় ঘটে চলেছে ৷ কিন্তু, প্রতিবার পুলিশ বিষয়টিকে ধামাচাপা দিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে ৷ স্থানীয়দের দাবি, আজকের ঘটনা যে হোটেলে ঘটেছে, সেটি কোনও প্রভাবশালী ব্যক্তির ৷ ফলে পুলিশ সব জেনেও চুপ করে থাকে ৷

তবে, আজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয় ৷ সকাল থেকেই স্থানীয়রা জমায়েত শুরু করে হোটেলের গেটের সামনে ৷ এরপর জোর করে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় ৷ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা ৷ যার জেরে যানজট তৈরি হয় সেখানে ৷ পরিস্থিতি সামাল দিতে ধুবুলিয়া ও আশেপাশের থানা থেকে বাহিনী পাঠানো হয় ৷ পুলিশ দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে, এই ইস্যুতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, বিক্ষোভ তুলে নেয় ৷

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম শেখ বলেন, "এই হোটেলের দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা চলে ৷ পাশাপাশি মধুচক্রের চলে এই হোটেলে ৷ পুলিশের নাকের ডগায় কীভাবে একটা হোটেলে এই বেআইনি কাজ চলছে ?"

ঘটনার নিন্দা করে নদিয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনসুর শেখ বলেন, "প্রশাসন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গ দিয়ে বিষয়টি দেখছে ৷ একটি হোটেলের মধ্যে এই ধরনের খুনের ঘটনা কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না ৷ সাধারণ মানুষ ইতিমধ্যেই উত্তেজিত হয়ে হোটেল ভাঙচুর এবং জাতীয় সড়ক অবরোধ করেছে ৷ আমরা চাই এই ঘটনায় যারা অভিযুক্ত, তারা গ্রেফতার হোক ৷"

আরও পড়ুন:

  1. শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার 2, উদ্ধার 5 মহিলা
  2. খুনের পর দ্বিতীয় স্ত্রীর দেহ আইসক্রিমের বাক্সে ভরে নদীতে ফেলল স্বামী !
  3. বউদির দেহ খণ্ড করে বস্তায় ভরে নীলাঞ্জন, তা সাইকেলে চাপিয়ে আনে ওয়াটগঞ্জ

ABOUT THE AUTHOR

...view details