পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীকে নিয়ে 'কুরুচিকর' মিম পোস্ট ! অভিযুক্তদের নোটিশ কলকাতা পুলিশের - Mamata Banerjee Meme - MAMATA BANERJEE MEME

Meme on Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম পোস্ট ৷ কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ৷ নোটিশ জারি করে সতর্ক করা হল দুই এক্স ইউজারকে ৷ পাশাপাশি পোস্টটি ডিলিট না করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে লালবাজার ৷

Meme on Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

By PTI

Published : May 7, 2024, 7:31 PM IST

কলকাতা, 7 মে: সারাদেশে চলছে লোকসভা ভোট ৷ এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশাল মিডিয়ায় 'কুরুচিকর' মিম পোস্টের অভিযোগ ৷ কলকাতা পুলিশ নোটিশ জারি করে সতর্ক করল দুই ব্যক্তিকে ৷ তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনটাই মঙ্গলবার জানিয়েছেন কলকাতা পুলিশের একজন সিনিয়র অফিসার ।

জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি মাইক্রো-ব্লগিং সাইট এক্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'আপত্তিকর' মিম পোস্ট করেন ৷ কলকাতা পুলিশ সেই পোস্টের 'উত্তর' বক্সে গিয়ে লিখেছে, "আপনাদের অবিলম্বে নাম এবং ঠিকানা-সহ সম্পূর্ণ পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে ৷" তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পুলিশ বলে, "এটা লক্ষ্য করা গিয়েছে যে আপনারা আপত্তিকর, বিদ্বেষপূর্ণ এবং উস্কানিমূলক পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । সাইবার থানা কলকাতা সিআরপিসির 149 ধারার অধীনে আপনার বিরুদ্ধে নোটিশ জারি করেছে ৷"

পুলিশ বলেছে, "এই বার্তা পোস্ট করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত হতে পারে ৷ তাই এক্স হ্যান্ডলারদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে । আপনাদের উপরে উল্লিখিত পোস্টটি মুছে ফেলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকুন ৷ নইলে আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে ৷"

যদিও পুলিশের সতর্কতার পর পোস্টটি এক্স থেকে সরিয়ে দিয়েছেন এক অভিযুক্ত ব্যক্তি ৷ তবে অন্যজন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োটি মুছে ফেলেননি । তিনি পুলিশের পদক্ষেপের নিন্দা করে অন্য একটি পোস্টে বলেছেন, "যারা বলে ভারতে বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র নেই, তাদের মাঝে মাঝে পশ্চিমবঙ্গে গিয়ে ঘুরে আসা উচিত । বাংলায় এত বেশি বাক স্বাধীনতা !"

আরও পড়ুন:

  1. 'হুগলিতে এমন ধোঁয়া হবে, সবার চোখ অন্ধকার হয়ে যাবে'; মিমের জবাবে রিল রচনার
  2. শুভমনের মতো প্রতারিত হবেন না, গিলের আউটকে হাতিয়ার করে শহরবাসীকে বার্তা লালবাজারের
  3. চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন ! মমতার স্লিপ অফ টাং-এ ট্রোলের বন্যা সোশালে

ABOUT THE AUTHOR

...view details