পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গল্ফগ্রিনে কাটামুণ্ড: ঘটনাস্থল থেকে 1 কিমি দূরের আবাসনে কেন ঢুকল স্নিফার ডগ ! - GOLF GREEN MURDER CASE

প্রাথমিক তদন্তে অনুমান, 12 ঘণ্টা আগে মহিলাকে খুন করা হয়েছিল ৷ ব্যক্তিগত আক্রোশ থেকেই শিরচ্ছেদ বলে অনুমান করছেন লালবাজারের গোয়েন্দারা ৷

GOLF GREEN MURDER CASE
গল্ফগ্রিনে মহিলার কাটামুণ্ড উদ্ধারের ঘটনায় গোয়েন্দাদের নজরে একটি আবাসন ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

Updated : 5 hours ago

কলকাতা, 13 ডিসেম্বর: গল্ফগ্রিনে মহিলার কাটামুণ্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তে লালবাজারের হোমিসাইড গোয়েন্দাদের আনা স্নিফার ডগ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের আবাসনে ঢুকে যায় বলে জানা গিয়েছে ৷ ফলে ঘটনায় ওই আবাসনের কোনও না-কোনও ফ্ল্যাটের যোগ থাকলেও থাকতে পারে বলে লালবাজার সূত্রে খবর ৷

শুক্রবার সকালে গল্ফগ্রিনে আবর্জনার স্তূপে প্লাস্টিকে মোড়া অবস্থায় এক মহিলার রক্তাক্ত কাটামুণ্ড উদ্ধার হয় ৷ গল্ফগ্রিন থানার পাশাপাশি, লালবাজারের হোমিসাইডের গোয়েন্দারাও তদন্তে নামেন ৷ ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে আসা হয় তদন্তের স্বার্থে ৷ পুলিশ সূত্রে খবর, যেখানে কাটামুণ্ড পাওয়া গিয়েছিল, সেখান থেকে গন্ধ শুঁখে স্নিফার গড এক কিলোমিটার দূরের একটি আবাসনে ঢুকে পড়ে ৷

লালবাজারের আধিকারিকরাও সেই আবাসনের নীচে পৌঁছান ৷ জানা গিয়েছে, ওই আবাসনে মোট 24টি ফ্ল্যাট রয়েছে ৷ তবে, সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ ওই আবাসনের পাশের একটি বহুতল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷

কিন্তু, প্রশ্ন উঠছে লালবাজারের স্নিফার ডগ কেন ওই আবাসনের নীচে গিয়ে থামল ? কেনই বা ভিতরে ঢুকে গেল সে ? কী কারণ রয়েছে ? তাহলে কি ওই আবাসনেই অপরাধ সংঘটিত হয়েছিল ? নাকি আততায়ী ঘটনাস্থল থেকে সোজা ওই আবাসনের কোনও ফ্ল্যাটে গিয়েছে ? হোমিসাইড শাখার গোয়েন্দারা এসব প্রশ্নের সমাধানের চেষ্টা করছেন ৷

অন্যদিকে, এই ঘটনার তদন্তে নেমে আরও বেশকিছু তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে ৷ লালবাজার সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দেহ উদ্ধারের প্রায় 12 ঘণ্টা আগে মহিলাকে খুন করা হয়েছে ৷ এমনকি যেভাবে দেহ থেকে ধড় আলাদা করা হয়েছে, তাতে গোয়েন্দাদের অনুমান, মহিলার উপর ব্যক্তিগত আক্রোশ ছিল অভিযুক্তের ৷

তবে, এই মুহূর্তে মহিলার দেহের বাকি অংশ কোথায় রয়েছে, তা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, সম্প্রতি বন্দর এলাকার ওয়াটগঞ্জে একই রকমের একটি ঘটনা ঘটে ৷ পরে অভিযুক্তকে গ্রেফতার করে মহিলার বাকি দেহাংশ খুঁজে বের করা হয় ৷ এক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে কি না, সেটাই দেখার ৷

Last Updated : 5 hours ago

ABOUT THE AUTHOR

...view details