কলকাতা, 13 ডিসেম্বর: গল্ফগ্রিনে মহিলার কাটামুণ্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তে লালবাজারের হোমিসাইড গোয়েন্দাদের আনা স্নিফার ডগ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের আবাসনে ঢুকে যায় বলে জানা গিয়েছে ৷ ফলে ঘটনায় ওই আবাসনের কোনও না-কোনও ফ্ল্যাটের যোগ থাকলেও থাকতে পারে বলে লালবাজার সূত্রে খবর ৷
শুক্রবার সকালে গল্ফগ্রিনে আবর্জনার স্তূপে প্লাস্টিকে মোড়া অবস্থায় এক মহিলার রক্তাক্ত কাটামুণ্ড উদ্ধার হয় ৷ গল্ফগ্রিন থানার পাশাপাশি, লালবাজারের হোমিসাইডের গোয়েন্দারাও তদন্তে নামেন ৷ ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে আসা হয় তদন্তের স্বার্থে ৷ পুলিশ সূত্রে খবর, যেখানে কাটামুণ্ড পাওয়া গিয়েছিল, সেখান থেকে গন্ধ শুঁখে স্নিফার গড এক কিলোমিটার দূরের একটি আবাসনে ঢুকে পড়ে ৷
লালবাজারের আধিকারিকরাও সেই আবাসনের নীচে পৌঁছান ৷ জানা গিয়েছে, ওই আবাসনে মোট 24টি ফ্ল্যাট রয়েছে ৷ তবে, সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ ওই আবাসনের পাশের একটি বহুতল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷