পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুর নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অন্যতম সাক্ষীর মৃত্যু, কোনদিকে তদন্ত ? উঠছে প্রশ্ন

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ ছিলেন এই সাক্ষী ৷ অয়নের একাধিক ব্যবসার হিসেব রাখতেন তিনি ৷

MUNICIPALITY RECRUITMENT SCAM
অয়ন শীল (মাঝখানে) ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 8:11 PM IST

কলকাতা, 2 নভেম্বর: রাজ্যে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম সাক্ষী সৌমিক চৌধুরীর মৃত্যু ৷ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি ৷ শুক্রবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ অন্যতম, সাক্ষীর মৃত্যুতে তদন্ত প্রক্রিয়া এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার ৷

সৌমিক চৌধুরী নিজে ব্যবসায়ী ছিলেন ৷ অয়ন শীলের সঙ্গে পরিচয় হওয়ার পর, তাঁর একাধিক ব্যবসার কাজকর্ম দেখাশোনা করতেন ওই ব্যক্তি ৷ সেই সূত্রে নিয়োগ দুর্নীতি মামলার একাধিক তথ্য সৌমিক চৌধুরীর কাছে ছিল ৷ পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে ইডি সৌমিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ৷ এমনকি তাঁর থেকে বহু তথ্যও ইডি আধিকারিকদের হাতে এসেছিল অতীতে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাই সৌমিক চৌধুরীকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হয় ৷

রাজ্যের পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাঁর থেকে পেয়েছিলেন ৷ যা মূলত অয়ন শীলের বিরুদ্ধে ছিল ৷ এমনকি মামলার তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ৷ সেই তথ্যের ভিত্তিতে একাধিকবার অয়ন শীলকে জেরাও করেছেন তদন্তকারীরা ৷ আর সেই জেরায় উঠে এসেছে বহু নতুন তথ্য ও দুর্নীতির সঙ্গে যুক্তদের নাম ৷

কিন্তু, সেই সৌমিক চৌধুরীর মৃত্যুতে রাজ্যের পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ধাক্কা খেল কি না, সেই প্রশ্ন উঠছে ৷ যদিও, এই সাক্ষীর থেকে সব নথি ইডি-র আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়েছিলেন ৷ উল্লেখ্য, সম্প্রতি ইডির তদন্তে উঠে এসেছিল নিয়োগ দুর্নীতিতে কমপক্ষে 1800 জনকে চাকরি দিয়েছিলেন অয়ন শীল ৷ আর সেই বেআইনি চাকরির বদলে প্রায় 200 কোটি টাকার মুনাফা হয়েছিল তাঁর ৷ যার তদন্তও এই মুহূর্তে ইডি করছে ৷

ABOUT THE AUTHOR

...view details