ব্যারাকপুর, 31 মে: ভোটের আগের দিন বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে সাদা থান রেখে গেল দুষ্কৃতীরা ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার খড়দায় ৷ সাদা থানের উপরে রাখা ছিল সুতলি জাতীয় গোলাকার একটি জিনিস, যা ঘিরে কৌতূহল তুঙ্গে উঠেছে ব্যারাকপুরে ৷ বিজেপি নেতার পরিবারের অভিযোগ, সুতলি জাতীয় গোলাকার বস্তু আসলে বোমা । ভোটের আগে ভয় দেখাতেই বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যদিও পুলিশের দাবি, গোলাকার বস্তু বোমা নয় । সেটি আদতে সুতলি জাতীয় জিনিস । শাসক শিবির অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পালটা পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
খড়দহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় বাড়ি বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের । তাঁর বাড়ির সামনে এদিন সাদা থান এবং তার উপরে কালো প্লাস্টিকে মোড়া কিছু একটা পড়ে থাকতে দেখা যায় । ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে রহড়া থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে । তাঁরা বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলে এই বিষয়ে তথ্য জানার চেষ্টা করেন ।
জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে হুমকির অভিযোগ, বাড়ির সামনে রাখা হল সাদা থান ও ফুল