কলকাতা, 22 অগস্ট:আজও রাজ্যের কয়েকটি জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বৃষ্টি পরিস্থিতি থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর ৷ তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ অগস্টের শেষ পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আজ, বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
ঝমঝমিয়ে কয়েক পশলার বৃষ্টিতে জল জমছে রাস্তায় ৷ বিপাকে জনজীবন ৷ হঠাৎ মেঘ ঘনিয়ে এই বৃষ্টিতেও ভাদ্র মাসেও শ্রাবণের ছোঁয়া ৷ ফলে ভাদ্র মাসের গরমের আঁচ এখনও মালুম হয়নি রাজ্যবাসীর ৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনুভূতি থাকছে, বাতাসে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে উপস্থিতির কারণে ৷ আলিপুর আবহাওয়া জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করে থাকা নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরছে ৷ এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদীয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হয়েছে ৷ উত্তরবঙ্গের মালদা ও কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে ৷