কলকাতা, 16 এপ্রিল:এপ্রিলের শুরু থেকেই গরমের দাপট একটু একটু করে বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাঁসফাঁস অবস্থা মানুষজনের ৷ বাইরে বেরনোর পর মনে হচ্ছে কাজ মিটিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারলেই বাঁচা যায় ৷ গত কয়েকদিন ধরে সেই তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও 40 ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও আবার 40 ছুঁইছুঁই ৷ এরইমাঝে মৌসম ভবনের যা পূর্বাভাস দিল তাতে আরও গরম ‘কাঁটা’র মতো বিঁধবে ৷ আগামী 20 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন ৷
মঙ্গলবার মৌসম ভবনের তরফে জারি করা ওই পূর্বাভাসের বিক্ষপ্তিতে বলা হয়েছে, বাংলার দক্ষিণ জেলাগুলিতে 20 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ৷ জেলাগুলোতে দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জেলাবাসী দিনের বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব দরকার না-পড়লে যেন বাইরে না-বেরোয় ৷ বাইরের সমস্ত কাজকর্ম এই সময় বাদ দিয়ে অন্য বাকি সময়ে করতে বলা হয়েছে ৷
20 তারিখ পর্যন্ত কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ?
- উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার এক বা দু'টি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ৷
এই নির্দেশিকায় আর যা বলা হয়েছে-
- আগামী পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে ৷
- পশ্চিম বর্ধমান জেলার পানাগড় সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে ৷ 42.7 ডিগ্রির ঘরে ছিল সেখানকার তাপমাত্রা ৷ অন্য জায়গাগুলি, যা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড ছুঁয়েছে ৷ সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়া (41.5), মেদিনীপুর (41.6), আসানসোল (40.2) এবং ব্যারাকপুর (40.2)।
আরও পড়ুন:
- চলতি সপ্তাহে 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে চলবে বৃষ্টি
- বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস, জারি থাকবে তাপপ্রবাহও
- গরমের সকাল থেকে রাত, কেমন হবে ডায়েট চার্ট? শুনুন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ