পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরের নিম্নচাপে থমকে বঙ্গের শীত, ফের পারদ-পতন কবে ? - WEST BENGAL WEATHER FORECAST

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ৷ এর কারণেই কী শীতের আগমনে দেরি বঙ্গে ?

WEST BENGAL WEATHER FORECAST
বঙ্গে শীতের আগমন কবে ? (ফাইল চিত্র, ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 7:27 AM IST

কলকাতা, 29 নভেম্বর: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 'ফেঙ্গল'-এর । আপাতত শ্রীলঙ্কা উপকূল পেড়িয়ে অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে । শনিবার স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেঙ্গল ৷ বঙ্গে কোনও প্রত্যক্ষ প্রভাব না-পড়লেও, এই ঘূর্ণিঝড়ের কারণে শীত আসতে দেরি হচ্ছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে । দক্ষিণে একটি নিম্নচাপ রয়েছে ৷ তবে তা অনেকটাই দূরে । এটা ক্রমাগত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । নিম্নচাপটি আগামী 30 নভেম্বর উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে পৌঁছবে । নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব কম । এর প্রভাবে বাংলার বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণে, এই মুহূর্তে বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে ।"

ঘূর্ণিঝড় তৈরি না হলে কি হতে পারে ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বিরাট এলাকাজুড়ে মেঘ তৈরি হয়েছে । সমুদ্রে তৈরি এই সিস্টেম উত্তর-পশ্চিম ভারত থেকে আসা ঠান্ডা বাতাসের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিনে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে রয়েছে । নতুন করে তাপমাত্রা কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই । সকালের দিকে বেশি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের চার জেলাতে । শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে । শনিবার বৃষ্টির সম্ভাবনা দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরে । রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা । সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদায় ৷ যদিও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে । আগামী শনিবার তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে । শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চা তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল যথাক্রমে সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ ৷

পড়ুন:ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, বঙ্গে দুর্যোগের আশঙ্কা কতটা ?

ABOUT THE AUTHOR

...view details