মালদা, 17 জানুয়ারি: বৃহস্পতিবার ইসলামপুরে একের বদলে চারটি গুলির নিদান দিয়েছিলেন ৷ শুক্রবার মালদায় এসে জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংবাদমাধ্যমকে সেভাবে কিছুই জানালেন না রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার ৷ শুধু বললেন, মালদার দুটি ঘটনায় জেলা পুলিশ খুব ভালো কাজ করছে ৷ এদিন সন্ধেয় বন্দেভারত এক্সপ্রেসে কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর ৷
ইসলামপুরে প্রিজন ভ্যানে এক বন্দিকে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছিল পুলিশ ৷ পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল বলে অভিযোগ ৷ সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল রাজীব কুমার জানিয়েছিলেন, যদি কোনও দুষ্কৃতী পুলিশের উপর গুলি চালায়, তবে পুলিশ তার চারগুণ গুলি চালাবে ৷ এক্ষেত্রে তাঁরা প্রশিক্ষিত ও সক্ষম ৷ কীভাবে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হয় সেটা তাঁরা ভালোভাবেই জানেন ৷
এদিন সড়কপথে মালদা এসে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি ৷ প্রথমেই চলে যান পুলিশ সুপারের অফিসে ৷ প্রায় দেড় ঘণ্টা সেখানে ছিলেন তিনি ৷ বৈঠক করেন জেলা পুলিশকর্তাদের সঙ্গে ৷ সেখানেই ডেকে নেওয়া হয় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারকে ৷ 30 মিনিট দু’জনের মধ্যে কথা হয় ৷ এরপর পুলিশ স্টেশন ছেড়ে বেরিয়ে যান চৈতালি ঘোষ সরকারি ৷ কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয় তা নিয়ে অবশ্য কিছু বলেননি তিনি ৷ তিনি বেরিয়ে যাওয়ার পরই বেরিয়ে যান ডিজিও ৷ শোনা যাচ্ছে, এদিন তিনি কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ায় হাসা শেখ খুনের ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন ৷
রাজীব কুমার এদিন জানান, "মালদার দুটি ঘটনায় জেলা পুলিশ ভালোভাবেই কাজ করছে ৷ ওরা তদন্ত চালাচ্ছে ৷ তদন্তও সঠিকভাবে এগোচ্ছে ৷ তবে তদন্তের গতিপথ কিংবা বর্তমান পরিস্থিতি পুলিশ সুপার বলবেন ৷"
এদিকে পুলিশ সূত্রে খবর, দুলাল সরকার খুনে পলাতক তিন অভিযুক্তের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ তারা এখনও বিহারে গা ঢাকা দিয়ে রয়েছে কি না তাও সঠিকভাবে বোঝা যাচ্ছে না ৷ তবে জেলা পুলিশের টিম এখনও বিহার পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ৷ অন্যদিকে, কালিয়াচকের খুন কাণ্ডে প্রধান অভিযুক্ত জাকির শেখের সন্ধান এখনও পাওয়া যায়নি ৷ তার খোঁজ চলছে ৷