পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারী সুরক্ষায় 'অভয়া প্লাস' ট্রেনিং, রাজ্যপাল পদে দু'বছর পূর্তিতে একাধিক কর্মসূচি বোসের

আগামী 23 নভেম্বর বাংলার রাজ্যপাল হিসাবে 2 বছর পূর্ণ হবে সিভি আনন্দ বোসের ৷ সেই উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করলেন তিনি ৷

CV ANAND BOSE
রাজ্যপাল পদে দু'বছর পূর্তিতে একাধিক কর্মসূচি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 12:37 PM IST

কলকাতা, 1 নভেম্বর: রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের ৷ সেই চিন্তা খানিক দূর করতে এক অভিনব কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নিজেদের সুরক্ষা যাতে মেয়েরা নিজেরাই করতে পারেন, তার জন্য 'অভয়া প্লাস' নামে এক প্রকল্প চালু করতে চলেছেন তিনি ৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বাংলার রাজ্যপালের দায়িত্বে 2 বছর পূর্তিতে এই সঙ্গে আরও একাধিক কর্মসূচির ঘোষণা করলেন সিভি আনন্দ বোস ৷

2022 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সিভি আনন্দ বোস ৷ 2024 সালের 23 নভেম্বর তাঁর মেয়াদের দু'বছর পূর্ণ হবে ৷ সেই উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যপাল ৷ কালীপুজোর রাতে এই বিষয়ে রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ বিবৃতিতে লেখা রয়েছে, বর্তমানে দৈনন্দিন জীবনে রাজ্যের মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ সেই সমস্যার মোকাবিলা ও বাংলার উন্নতি সাধনে গঠনমূলক ও সৃজনশীল একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ৷

সূত্রের খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন রাজ্যপাল ৷ বিশেষ গুরুত্ব দেওয়া হবে মানবপাচার বিরোধী কার্যক্রমে । মাদক বিরোধী উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষাতেও জোর দেওয়া হবে । যুব সমাজের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগ থাকবে । এর মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাবেন । এই উদ্যোগগুলির লক্ষ্য থাকবে সমাজের দুর্বল শ্রেণীর মানুষের কল্যাণ করা ৷

এই উদ্যোগের আওতায় রাজ্যের আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া হিংসা বিধ্বস্ত 250টি গ্রাম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল । এই কর্মসূচির আনুষ্ঠানিক নাম দিয়েছেন 'আপনা ভারত–জাগতা বেঙ্গল' ৷ এই কর্মসূচি 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে । এর প্রধান লক্ষ্য, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করা । রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত বলেন, "রাজ্যপাল তাঁর ধারাবাহিক কাজের সঙ্গে সঙ্গতি রেখে, এই কর্মসূচি নিয়েছেন । এই কর্মসূচিতে সাধারণ মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ঘটবে । আপনা ভারত–জাগতা বেঙ্গল, উদ্যোগের মাধ্যমে রাজ্যপাল জাতীয় গর্বের সঙ্গে বঙ্গের মহিমাকে সংযুক্ত করতে চান ।"

দু'বছরের পূর্তিতে রাজ্যপালের গৃহীত কর্মসূচি:

  • 1) ফাইল টু ফিল্ড কর্মসূচি: রাজ্যপাল রাজ্যের সমস্ত জেলার 250টি স্থানে পরিদর্শন করবেন ৷
  • 2) দুয়ারে রাজ্যপাল: রাজ্যের বিভিন্ন আদিবাসী অঞ্চলে এবং যে কোনোও ধরণের অসুবিধায় থাকা ব্যক্তিদের, বিশেষ করে অসহায়, দুঃস্থ এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল ৷
  • 3) ক্যাম্পাসে রাজ্যপাল: বিভিন্ন কলেজ ও স্কুল ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
  • 4) জন কি বাত: এই কর্মসূচির মাধ্য়মে রাজ্যপাল সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন ।
  • 5) গভর্নরের গোল্ডেন গ্রুপ: এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের উজ্জ্বল ও মেধাবী ব্যক্তিদের সমাজের কল্যাণে অবদান রাখার সুযোগ দেওয়া হবে ।
  • 6) গভর্নরের স্কলারশিপ স্কিম: মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান করা হবে ।
  • 7) গভর্নরের অ্যাওয়ার্ড স্কিম: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মান প্রদান করা হবে ।
  • 8) গভর্নরের সিটিজেন কানেক্ট: এই উদ্যোগের সাহায্যে রাজ্যপাল বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন ।
  • 9) অভয়া প্লাস: মেয়েদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স ।
পড়ুন:ক্ষুধার্ত 12 বাঙালি শ্রমিক ভর্তি চেন্নাইয়ের হাসপাতালে, পাশে দাঁড়াতে গেলেন রাজ্যপাল

ABOUT THE AUTHOR

...view details