মেদিনীপুর, 21 মে:মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড-শো ঘিরে উত্তেজনা মেদিনীপুর শহরে। রোড-শো'য়ে বিক্ষোভ দেখাতে তৃণমূলের 'জাতগোখরো, চন্দ্রবোড়া' লিখে কটাক্ষ। পরবর্তীকালে দু'পক্ষের মধ্যে জলের বোতল ছোড়াছুড়ি ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে বিজেপি সমর্থদের তাড়া খেয়ে পালায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামলাতে পৌঁছয় পুলিশ বাহিনী।
মঙ্গলবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে নিয়ে জেলা কালেক্টরেট থেকে প্রচারে বের হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি হুডখোলা বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচারে শুরু করেন ৷ তাঁর সঙ্গে পা-মেলান বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। কিন্তু মিছিল কিছুদূর যাওয়ার পরই কেরানিতলার সামনে তৃণমূলের সঙ্গে গণ্ডগোলে বাঁধে বিজেপি ৷ মিঠুন চক্রবর্তীকে দেখে পাশে লাইন দিয়ে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। চন্দ্রবোড়া, জাতগোখরো-সহ কন্যাশ্রী রূপশ্রী লেখা নিয়ে রীতিমতো তাঁরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে মিঠুনকে ঘিরে। এই ঘটনায় অগ্নিমিত্রা পল বা মিঠুন চক্রবর্তী কারোরই কোনও আঘাত লাগেনি।
যদিও এই ঘটনায় পালটা বিজেপি কর্মী-সমর্থকরাও স্লোগান দেন। পরবর্তীকালে দু'পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে জলের বোতল ছোড়াছুড়ির ঘটনায় উত্তেজনা ছড়ায়। যদিও শেষ পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকদের তাড়া খেয়ে পালিয়ে যান তৃণমূল কর্মী-সমর্থকরা। এই ঘটনায় পুলিশ প্রশাসন থাকলেও তারা সামাল দিতে ব্যর্থ হয় ৷ এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর শহরের কুইকোটার জামতলা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে নামেন ৷