সন্দেশখালি, 29 ফেব্রুয়ারি:মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ ৷ বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালত সন্দেশখালির বেতাজ বাদশাকে ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ আর তারপরই আনন্দে মেতেছে পুরো সন্দেশখালি ৷ শাহজাহানের গ্রেফতারিতে কার্যত হাঁফ ছেড়েছে সন্দেশখালি। ভোজাপাড়ায় উৎসবে মাতে গ্রামবাসীদের একাংশ। একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। মহিলারা আনন্দে আবিরও খেলেন। শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতেও দেখা যায় মহিলাদের। বাজি ফাটিয়েও শাহজাহানের গ্রেফতারি উদযাপনে মাতেন স্থানীয়রা ৷
প্রসঙ্গত, আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু এবং উত্তম সর্দার। পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও। কিন্তু ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর 55 দিন কেটে গেলেও নাগালের বাইরেই ছিলেন শাহজাহান। বুধবার হাইকোর্ট নির্দেশ দিতেই কয়েক ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে। ইডির উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে ৷ এদিন শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় তাঁকে একেবারে খোশমেজাজেই দেখা যায় ৷ উপর থেকে নীচ তাঁর পরনে সাদা পোশাকে ঢাকা ৷