পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিবাদী মহিলাকে রাতে অপহরণের চেষ্টা, নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে - SANDESHKHALI INCIDENT - SANDESHKHALI INCIDENT

Unrest in Sandeshkhali: রাতে সন্দেশখালির প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ চিৎকারে তাঁকে ফেলে রেখে পালাল মুখোশধারী হামলাকারীরা। নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে।

Sandeshkhali
সন্দেশখালি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 8:11 AM IST

সন্দেশখালি, 16 মে: সন্দেশখালির অশান্তি যেন কিছুতেই থামছে না। ভাইরাল ভিডিয়ো ঘিরে যখন প্রতিবাদের আগুন সন্দেশখালিতে, তখনই সামনে এল আরও গুরুতর অভিযোগ। সন্দেশখালি নিয়ে অভিযোগ প্রত‍্যাহার করতে এবার রাতে এক প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টা করল দুষ্কৃতীরা, অভিযোগ তেমনটাই ৷ মহিলাকে বাড়ি থেকেই অপহরণের চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও মহিলার চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে তাঁকে ফেলে রেখেই পালিয়ে যায় মুখোশধারীরা। ঘটনা ঘিরে বুধবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালির বেড়মজুর এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলার সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নিয়েছে পুলিশ ৷ পরে সন্দেশখালি থানায় অভিযোগও দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কাউকে চিহ্নিত করা যায়নি। বুধবার দুপুরে সন্দেশখালি গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন সন্দেশখালির মহিলারা গিয়ে দেখা করেছিলেন তাঁর সঙ্গে। মূলত, আতঙ্কিত মহিলাদের আইনি সহায়তা এবং তাঁদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়ে আসেন বিজেপি নেত্রী। এদিন তাঁর সঙ্গে যে সমস্ত মহিলা দেখা করেছিলেন তাঁর মধ্যে ছিলেন ওই প্রতিবাদী মহিলাও। রাত হতে না হতেই, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে আক্রান্ত হন ওই মহিলা।

ওই মহিলার দাবি, রাতে বাইরে বের হতেই কে বা কারা এসে তাঁর মুখ চেপে ধরে ৷ সন্দেশখালির সমস্ত অভিযোগ থানা থেকে তুলে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন তিনি ৷ মহিলা বলেন, "বাড়ির বাইরে থেকে মুখ চেপে ধরে টানতে টানতে কয়েকজন নিয়ে যাচ্ছিল আমাকে। টানাটানির জেরে পাশের একটি পুকুরে পড়েও যাচ্ছিলাম। ওখান থেকে আবারও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় উলটোদিকের মাঠে। সেখানে আমার মুখ বেঁধে দেওয়া হয়। কুকুর চিৎকার করলে ভয় পেয়ে ওরা আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে যায়।"

বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারির দাবিতে সরব হয়েছে। সেখানে শাসক শিবির আবার সন্দেশখালি নিয়ে বিজেপির বিরুদ্ধে 'নাটক' করার অভিযোগ এনেছে। অন‍্যদিকে এই ঘটনার পর নিজের এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "সন্দেশখালিতে যাওয়ার পর সেখানকার মহিলারা তাঁকে দেখা মাত্রই একের পর এক অভিযোগ করতে শুরু করেন তৃণমূলের বিরুদ্ধে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুণ্ডারা। দিনকয়েক আগে এক মহিলাকে অপহরণও করা হয়েছে।" প্রিয়াঙ্কার মতে, তাঁর কাছে অভিযোগ জানানোর অপরাধে ওই মহিলাকে মাশুল দিতে হয়েছে।

আরও পড়ুন:

  1. অপহরণের 24 ঘণ্টার মধ্যেই ফিরলেন 'নিখোঁজ' নির্দল প্রার্থী; তুলে নিলেন মনোনয়ন
  2. সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল দাবি মমতার

ABOUT THE AUTHOR

...view details