পান্ডুয়া, 7মে: মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ হুগলির পান্ডুয়ার সিমলাগড় চাঁপাহাটির ঘটনা এটি ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সূত্রের খবর, পুলিশ অনুমান করছে মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ যা নিয়ে সাংসদ প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থলে রক্ত পড়ে রয়েছে ৷ সেখানে পুলিশ কীভাবে বজ্রাঘাতে মৃত্যু বলে দিতে পারে ?
স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে স্থানীয় লোকজন মাঠে গরু চড়াতে এসেছিলেন ৷ সেই সময় মাঠের আলের ধারে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ৷ তৎক্ষণাৎ তাঁরা পাণ্ডুয়া থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ স্থানীয়দের দাবি অনুযায়ী, পুলিশ তাদের জানায়, সোমবার রাতের প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে ৷ বজ্রপাতের ফলে মহিলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, রক্তপাত কেন হয়েছে, তা নিয়ে কোনও জবাব পুলিশ দেয়নি ৷
খবর পেয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান ৷ তিনি সেখানে গিয়ে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে চারদিকে রক্ত পড়ে রয়েছে ৷ অথচ পুলিশ সেই জায়গাটি না ঘিরে, খোলা রেখে দিয়েছে ৷ যা নিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্তে দায়সারা মনোভাব দেখানোর অভিযোগ তুলেছেন বিদায়ী সাংসদ ৷ একইসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷