ভোটের আবহে উদ্ধার বোমা তৈরির মশলা (নিজস্ব প্রতিনিধি) গড়িয়া, 6 মে:কলেজ ছাত্রের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গড়িয়ায়। ভোটের মুখে দক্ষিণ 24 পরগনার গড়িয়ার 52 পল্লি এলাকার ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্র-সহ 2 জনকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। ধৃতদের নাম- হিরণ্ময় নস্কর ওরফে রানা এবং বিজয় হালদার ওরফে ভুতম ৷ বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুতের কারণ নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শটার, 2টি 7এমএম পিস্তল, 30 রাউন্ড কার্তুজ, পাঁচ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর এলাকার ওই বাড়িতে এদিন হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বোমা বাঁধার মশলা-সহ অন্যান্য সামগ্রী।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত হিরণ্ময় আশুতোষ কলেজে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি থেকেই সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃত বিজয়ের বিরুদ্ধে আরও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও সে গ্রেফতার হয়েছিল বলে খবর। 2019 তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছিল। বোমা বাঁধার মশলা, আগ্নেয়াস্ত্রর পাশাপাশি 25টি সুতলির বান্ডিলও হিরণ্ময় ওরফে রানার বাড়ি থেকে উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা।
নির্বাচনী আবহে ছাত্রের বাড়িতে কী কারণে অস্ত্র মজুত করা হচ্ছিল, ইতিমধ্যেই তা নিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা ৷ ভোটের সময় এলাকায় সন্ত্রাস সৃষ্টির কারণেই অস্ত্র মজুত করার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷ জিজ্ঞাসাবাদ করে তদন্তে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
- পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ
- উদ্ধার 35টি বোমা, ভোটের আগে আশঙ্কিত ডোমকলবাসী