পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসন্তীতে মাংস-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ মাংস-ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর তালদহ শিকারী পাড়ায় ঘটনাটি ঘটে ৷ পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে সেখান থেকে সকলকে সরিয়ে দেয় ৷

Lok Sabha Election 2024
বাসন্তীতে মাংস-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 5:47 PM IST

Updated : Jun 1, 2024, 8:30 PM IST

বাসন্তী, 1 জুন: ভোটারদের প্রভাবিত করতে মাংস-ভাত খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর তালদহ শিকারী পাড়ায় ৷ সেখানকার 65 নম্বর বুথের ভোটারদের মাংস-ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । প্রায় 1400 মানুষের জন্য মাংস-ভাত খাওয়ার ব্য়বস্থা করা হয়েছিল বলে অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে যান ৷ তাঁরা সেখান থেকে সকলকে সরিয়ে দেন ৷ কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয় যে ভোটের জন্য পুরো এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, তাই এভাবে জমায়েত বেআইনি ৷

বাসন্তীতে মাংস-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত)

সেখানে উপস্থিত সীমন্ত শিকারী নামে এক ব্যক্তি বলেন, ‘‘ভোট দিয়েছে, তাই খাওয়া দাওয়া হয়৷ মাংস-ভাত, ডাল দেওয়া হচ্ছে প্রত্যেককে ৷ 1400 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷’’ ওই এলাকার আরেক বাসিন্দা খোকন নাইয়া বলেন, ‘‘ভোটের খাওয়া-দাওয়া হচ্ছিল ৷ তৃণমূল কংগ্রেসের তরফে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ৷’’ এলাকার অন্য এক বাসিন্দা ইন্দ্রজিৎ শিকারী বলেন, ‘‘ওখানে যা ব্য়বস্থা করা হয়েছিল, তা খেয়ে আমরা আনন্দ করে ঘুরছি ৷ ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷ তৃণমূলের তরফে খাবারের ব্য়বস্থা করা হয়েছিল ৷ আমরা আনন্দ করে খেয়েছি ৷’’

আরও পড়ুন:

তবে স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে এলাকার কোনও এক তৃণমূল নেতাই এর ব্যবস্থাপনা করেছে ৷ যেখানে খাওয়ানো হচ্ছিল, সেখানে একটি বেসরকারি আর্থিক সংস্থার শিক্ষাকেন্দ্রের বোর্ডও রয়েছে ৷ তবে এই বিষয়ে এলাকার তৃণমূল নেতা বা বিরোধী দলগুলির কোনও নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

Last Updated : Jun 1, 2024, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details