পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যান্ডেল-নৈহাটি শাখায় বাতিল একাধিক ট্রেন, বদল সময়সূচিতেও - Trains Cancelled And Rescheduled - TRAINS CANCELLED AND RESCHEDULED

Train Service Disrupted in Sealdah Division: রেলের ট্র্যাক মেরামতের জন্য আগামী দু'দিন শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন ৷ পাশাপাশি সময় থেকে শুরু করে যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের ৷ রইল সম্পূর্ণ তালিকা ৷

Sealdah Train Cancel
লোকাল ট্রেন ও এক্সপ্রেস (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 4:29 PM IST

Updated : Jul 19, 2024, 4:40 PM IST

কলকাতা, 19 জুলাই: আগামী দু'দিন শিয়ালদা শাখায় আবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। এছাড়াও একাধিক ট্রেনের সময় ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ শুক্রবার এমনটাই নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল জানিয়েছে, 20 থেকে 21 জুলাই আট ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। রেল ট্র্যাক মেরামতের জন্য এই ট্রাফিক ব্লক। ব্যান্ডেল সেকশনে নৈহাটি-গরিফা আপ লাইনে এই ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।

  • এই কাজের জন্য যে ট্রেনগুলি আগামী 20 ও 21 জুলাই বাতিল থাকছে-

আপ 37557/ ডাউন 37558 নৈহাটি-ব্যান্ডেল

আপ 31541/ ডাউন 31540 শিয়ালদা-শান্তিপুর

আপ 31631/ ডাউন 31636 শিয়ালদা-রানাঘাট

ডাউন 31192 কল্যাণী সীমান্ত-নৈহাটি

আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528 নৈহাটি-ব্যান্ডেল

আপ 31811, 31813/ ডাউন 31812, 31814 শিয়ালদা-কৃষ্ণনগর

আপ 31511, 31513/ ডাউন 31514, 31516 শিয়ালদা-শান্তিপুর

আপ 31611/ ডাউন 31614 শিয়ালদা-রানাঘাট

আপ 31191 নৈহাটি-কল্যাণী সীমান্ত

আপ 31311, 31313/ ডাউন 31314, 31316 শিয়ালদা-কল্যাণী সীমান্ত

আপ 31711/ ডাউন 31712 রানাঘাট-নৈহাটি

  • 21 জুলাই যে ট্রেনগুলোর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে-

13106 বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস

13160 যোগবাণী-কলকাতা এক্সপ্রেস

15050 গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস

13154 মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস

13186 জয়নগর-শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি হয়ে গন্তব্যে পৌঁছবে

  • আগামী 20 জুলাই যে এক্সপ্রেসগুলোর সময় পরিবর্তন করা হয়েছে-

13142 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা আগে অর্থাৎ বিকেল 5.30টার বদলে দুপুর 12.20 মিনিটে আলিপুরদুয়ার স্টেশন থেকে ছাড়বে ৷

13164 সাহারসা-শিয়ালদা, হাটে বাজারে এক্সপ্রেস, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে অর্থাৎ বিকেল 05.45 টার বদলে দুপুর 2.15 মিনিটে সাহারসা স্টেশন থেকে ছাড়বে ৷

13190 বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস, নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা আগে অর্থাৎ রাত 11.30 টার বদলে সন্ধে 7.00টায় ছাড়বে ৷

13146 রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, নির্ধারিত সময়ের দু'ঘণ্টা আগে, অর্থাৎ রাত 11.00 টার বদলে রাত 9টায় ছাড়বে ৷

  • এছাড়া যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত সেই লোকালগুলির তালিকা এক নজরে-

31341 শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল

31312 কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল

Last Updated : Jul 19, 2024, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details