ঘাটাল, 24 নভেম্বর: ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার প্রস্তুতি বৈঠককে ঘিরে সাংসদ দেবের উপস্থিততেই তুলকালাম ৷ ঘাটাল উৎসব ও শিশু মেলার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আলোচনা হচ্ছিল রবিবার ৷ তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই ও সাংসদ দেবের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় ৷ রক্তাক্ত হন একাধিক তৃণমূল কর্মী ৷ বৈঠক ছেড়ে বেরিয়ে যান দেব ৷ তারপর পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে ৷
দেব বলেন, "আজ আমি খুবই দুঃখিত ৷ এগারো বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম এরকম হল ৷ আমি সবসময় শান্তি বজায় রাখতে চেষ্টা করেছি ৷ আমি এমন কোনও কথা কখনও বলিনি, যাতে আমার দলের লোকেদের মনে হয় যে অন্য দলের সঙ্গে মারপিট করি ৷ আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি, যেটা মানুষকে এক রাখে ৷ ক্ষমতা, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না ৷ এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ৷"
অভিনেতা দেবের সামনেই মারপিটের ঘটনা ঘটল ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে (ইটিভি ভারত) অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারীর উপস্থিতিতে ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রস্তুতি মিটিংকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বাঁশ নিয়ে তুমুল মারপিট হয় ৷ ঘটনায় মাথা ফেটে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন ৷ ঘটনাস্থল থেকে ফিরে যান ঘাটালের সাংসদ দেব ৷
ঘাটালের ঐতিহ্যবাহী মেলা ঘাটাল উৎসব ও শিশুমেলা ৷ সেই শিশুমেলা নিয়ে ক'দিন আগে শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে মিটিং করেছিলেন ঘাটালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শংকর দলই ৷ দেবের অনুপস্থিতিতে তৈরি হয় কমিটি, সেখানে নাম ছিল না দেবেরই ৷ সেই কমিটি গঠনের পর থেকেই শুরু হয় গুঞ্জন ৷ রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশুমেলা নিয়ে ফের মিটিং করতে আসেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ৷
দেব আসার আগেই স্টেডিয়ামে এসে উপস্থিত হন প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই এবং তাঁর অনুগামীরা ৷ অন্যদিকে মাঠের অপরপ্রান্তে এসে উপস্থিত হন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার অনুগামীরা ৷ দু'পক্ষের শুরু হয় বচসা-কটূক্তি ৷
আর সাংসদ অভিনেতা দেব পৌঁছতেই তাঁর সামনেই আরম্ভ হয় দু'পক্ষের মারামারি ৷ সঙ্গে সঙ্গে ঘাটাল উৎসব ও শিশু মেলার মিটিং না করে তড়িঘড়ি ঘাটালে সাংসদ কার্যালয়ে ফিরে যান সংসদ দেব ৷ এই দুই গোষ্ঠীর মারামারিতে মাথা ফাটে বেশ কয়েকজন তৃণমূল কর্মীর ৷ রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘাটাল থানার পুলিশ ৷
কর্মীদের জন্য রান্না করা হয়েছিল মাংস, ভাত ৷ দু'পক্ষের মারামারিতে উল্টে যায় রান্না করা মাংস এবং ভাত। ভেঙে যায় চেয়ার-টেবিল ৷ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী ৷ যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন দেব ৷ তিনি বললেন, মেলাটা কোনও রাজনৈতিক দলের নয় । মেলাটা সবার । এই মেলা হবে ৷