সন্দেশখালি, 23 জুন: তৃণমূল করায় মহিলাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনাটি ঘটেছে সন্দেশখালিতে ৷ যেখানে এতদিন বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছিল ৷ এবার সেখানেই এই ঘটনা ৷ আর পুরো বিষয়টিতে নাম জড়িয়েছে স্থানীয় বিজেপি নেত্রী অপর্ণা মণ্ডলের ৷ অভিযোগ, তাঁর নেতৃত্বেই বিজেপির জনা পাঁচেক লোকজন তৃণমূল কর্মী মহিলার উপর হামলা চালায় ৷ তাঁকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে ৷
এই ঘটনার জেরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ অভিযুক্ত বিজেপি নেত্রী অপর্ণা মণ্ডল-সহ হামলাকারী আরও কয়েকজনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত মহিলা ৷ যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ ঘটনার তদন্ত শুরু হলেও, এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার কিংবা আটক করেনি ৷
জানা গিয়েছে, আক্রান্ত মহিলা এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই তৃণমূল সঙ্গে যুক্ত ৷ তিনি অভিযোগ করেছেন, তৃণমূলকে সমর্থন করেন বলেই বিজেপির লোকজন একাধিকবার তাঁকে হুমকি দিয়েছিল ৷ কিন্তু, মহিলা তাঁদের কথায় না-শোনায় আজ তাঁর উপর এই হামলা হয়েছে ৷ তাঁকে বাঁশ ও লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ ৷ আহত অবস্থায় তাঁকে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরবর্তীকালে খুলনা হাসপাতালেও তাঁর চিকিৎসা হয় ৷ আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে ৷