পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগ, আতঙ্কে ঘরবন্দি দলেরই মহিলা সদস্য - TMC Leader Alleged Threatening - TMC LEADER ALLEGED THREATENING

TMC Block president Allegedly Threats TMC Women Worker: তৃণমূলের মহিলা সদস্য নিজে একটি কোঅপারেটিভ সোসাইটির সদস্য ৷ তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে ৷ আতঙ্কিত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷

TMC Leader allegedly terrorize tmc women worker
তৃণমূল মহিলা কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 7:39 PM IST

দুর্গাপুর, 20 জুলাই: তৃণমূল-ঘনিষ্ঠদের একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসছে ৷ এরই মধ্যে পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ তাঁর প্রাণনাশের হুমকির জেরে গৃহবন্দি এক কোঅপারেটিভ সোসাইটির মহিলা কর্মী ৷

তৃণমূল ব্লক সভাপতি লালন শেখের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য ইম্মাতারা বিবি (ইটিভি ভারত)

আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি আব্দুল লালন শেখের আতঙ্কে গৃহবন্দি এক স্বনির্ভর গোষ্ঠীর ইম্মাতারা বিবি মণ্ডল ৷ তিনি বুদবুদ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ৷ তারপরেও তিনি প্রাণসংশয়ে ভুগছেন এবং বাড়িতে বন্দি হয়ে দিন কাটাচ্ছেন ৷ তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক ৷

অভিযোগকারী ইম্মাতারা বিবি মণ্ডল জানান, তাঁর 'কোটা মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসআইটি লিমিটেড' স্বনির্ভর গোষ্ঠীর উপর থাবা বসানোর চেষ্টা করেছিল আউশগ্রাম 2 নম্বরের ব্লক সভাপতি লালন শেখ ৷ এই অবস্থায় ‌তিনি আইনের দ্বারস্থ হন এবং মামলা করেন ৷ ‌আর সেই মামলা তুলে নেওয়ার জন্য বারবার তাঁকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে তৃণমূল নেতা লালন ৷

গত 17 জুলাই বুদবুদ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ ‌এই ঘটনা এলাকায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়ায় নিন্দার ঝড় বয়ে যায়। বিরোধীদল থেকে শুরু করে শাসকদলের নেতাদের মুখেও সমালোচনা শোনা গেল ৷ ‌এলাকার তৃণমূল নেতা ইন্দ্রজিৎ কোণার জানিয়েছেন বিষয়টি খুবই নিন্দনীয় ৷ তবে উচ্চ নেতৃত্বর বিষয়টি দেখা উচিত ৷

এলাকার সিপিআই(এম) নেতা কোহিনূর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের কোনও মহিলাই সুরক্ষিত নন ৷ ‌বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, তৃণমূল দলটার এটাই আদর্শ ৷ মাফিয়ারাই তৃণমূলের এখন সম্পদ ৷ ‌মুখ্যমন্ত্রী বারবার ‌পুলিশ প্রশাসকে কড়া বার্তা দিয়েছেন ৷ যদিও এই ঘটনার পর লালন শেখকে অনেকবার ফোন করা হলেও, তাঁর ফোন বন্ধ থাকার কারণে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details