ডেবরা, 23 মার্চ: ডেবরায় ভেঙে পড়ল সাংসদ দেবের লোকসভা ভোটের প্রচার মঞ্চ ৷ সাংসদ তথা ঘাটালের তৃণমূলের প্রার্থী প্রচার মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে একাংশ ভেঙে পড়ে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1নম্বর ভবানীপুর অঞ্চলে ৷ সেখানে একটি পথসভা ছিল দেবের ৷ তবে, সাংসদের কোনও চোট আঘাত লাগেনি ৷ মঞ্চে উপস্থিত তৃণমূলের বাকি নেতারাও নিরাপদে রয়েছেন ৷ পরে অবশ্য পরিস্থিতি সামলে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে ওই ভাঙা মঞ্চ থেকেই নিজের বক্তব্য রাখেন দেব ৷
এদিন ডেবরার প্রচারে দেব আসার পরেই স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর এবং তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীরা মঞ্চে উঠে পড়েন ৷ তৃণমূলের একাংশ অভিযোগ করেছে, মঞ্চের আকার ও ভার নেওয়ার ক্ষমতার থেকে অনেক বেশি মানুষ সেখানে উঠে পড়েছিলেন ৷ ফলে ভার রাখতে না-পেরেই মঞ্চের একাংশ ভেঙে যায় ৷ দ্রুত মঞ্চ থেকে নিরাপদে সকলকে নামিয়ে দেওয়া হয় ৷ সাংসদ তথা অভিনেতার নিরাপত্তারক্ষীরা তাঁকে সুরক্ষিতভাবে মঞ্চ থেকে নামিয়ে আনেন ৷ ঘটনার জেরে সভাস্থলে হইচই পড়ে যায় ৷