পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, ওয়াকফ-প্রস্তাব আনতে চায় তৃণমূল - WEST BENGAL LEGISLATIVE ASSEMBLY

25 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে ওয়াকফ-সহ চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনতে পারে শাসক-শিবির।

WB assembly
শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 7:59 PM IST

কলকাতা, 20 নভেম্বর: বিধানসভার আসন্ন অধিবেশনে ওয়াকফ-প্রস্তাব আনতে পারে শাসক-পক্ষ। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার সংসদে তড়িঘড়ি করে ওয়াকফ বিল পাস করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে ইন্ডিয়া শিবিরে সদস্য দলগুলি। এমনই পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভায় ওয়াকফ-সংক্রান্ত প্রস্তাব আনার কথা ভাবছে শাসক শিবির।

ইতিমধ্যেই ওয়াকাফ নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, বৈঠক বয়কট করেছে রাজ্যের শাসক দল। অন্য কয়েকটি বিরোধী রাজনৈতিক দলও বিরোধিতায় সামিল হয়েছে। এবার বিধানসভায় প্রস্তাব এনেও কেন্দ্রের এই ভূমিকার সমালোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে । যদিও কবে এই প্রস্তাব রাজ্য বিধানসভায় আসবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না ।

আগামী 25 নভেম্বর থেকে রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে । 22 তারিখ অর্থাৎ শুক্রবার রয়েছে সর্বদল বৈঠক এবং বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক । সেই কমিটির বৈঠকের পরেই এই বিষয়টি আরও স্পষ্ট করে বোঝা যাবে। বিধানসভার অধিবেশন জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত চলতে পারে।

রাজ্য সরকারের তরফ থেকে চারটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একটি প্রস্তাব শীতকালীন অধিবেশনে আসতে পারে বলে খবর । চলতি বছরের শেষে রাজ্যে শিল্প সম্মেলন । সে কথা মাথায় রেখে শিল্প বিষয়ক একটি প্রস্তাবও আনা হতে পারে বলেই খবর । এর আগে গত সপ্তাহে বিধানসভায় একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, বিধানসভার আসন্ন অধিবেশনে ওয়াকফ সংক্রান্ত আলোচনা হতে পারে । সেই সময় থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয় । বিধানসভার একটা সূত্র এমনটাও বলছে, কেন্দ্রের বিলের বিরোধিতা করে প্রস্তাব না-এনে পাল্টা বিলও আনতে পারে রাজ্য সরকার। তবে তা হবে কি না সেটা এখনই বলা সম্ভব নয় ।

22 তারিখ বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে পর এই নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে যাবে বলে মনে করা হচ্ছে । শোক প্রস্তাবে মাধ্যমে 25 তারিখ, সোমবার বিধানসভার অধিবেশন শুরু হবে। মঙ্গল এবং বুধবার সংবিধান দিবস নিয়ে শাসকদলের আনা দুটি প্রস্তাবের উপর আলোচনা হবে। তারপরই ওয়াকফ নিয়ে আলোচনা হতে পারে।

ABOUT THE AUTHOR

...view details