পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তৃণমূলের কারসাজি', ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে দাবি বিজেপি প্রার্থী রেখার - Sandeshkhali Viral Video

BJP Candidate Rekha Patra: "এই ভিডিয়ো ফেক। উনি এই ধরনের কথা বলতে পারেন না।" দলের মণ্ডল সভাপতির ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ৷

BJP Candidate Rekha Patra
বিজেপি প্রার্থী রেখা পাত্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 9:20 PM IST

Updated : May 4, 2024, 10:33 PM IST

রেখা পাত্র (ইটিভি ভারত)

সন্দেশখালি, 4 মে: "এটা তৃণমূলের একটা চাল ৷" সন্দেশখালি নিয়ে বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে এমনটাই মত বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ৷ ভিডিয়োর পিছনে রাজ্যের শাসক শিবিরের কোনও কারসাজি থাকতে পারে বলেও মনে করছেন সন্দেশখালি আন্দোলনের এই অন্যতম প্রতিবাদী মুখ ৷ তাঁর কথায়, "গঙ্গাধর কয়ালকে ভয় দেখিয়ে এসব করিয়েছে তৃণমূল ৷ ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য এই নোংরামি করতে পারেন না ৷ আমি মনে করি এই ভিডিয়োর কোনও সত্যতা নেই ৷ এই ভিডিয়ো ফেক । উনি এই ধরনের কথা বলতে পারেন না ।"

সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য তথা দেশের রাজনীতি ৷ তবে নারী নির্যাতনের সেই সমস্ত ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত। চক্রান্ত করেই শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরাদেরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালির 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ৷ শনিবার তাঁর সেই বক্তব্যের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে ৷ 32 মিনিটের ওই ভিডিয়োতে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপির ওই নেতা ৷ ভিডিয়োর কোথাও উঠে এসেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷ কোথাও আবার উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর গিরির কিংবা সন্দেশখালির আন্দোলনের অন‍্যতম মুখ রেখা পাত্রের নাম । রেখাকে দেখেই যে অন‍্য মহিলারা এগিয়ে এসে শাহজাহান-শিবু হাজরাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন, তাও অকপটে স্বীকার করে নিয়েছেন গেরুয়া শিবিরের ওই নেতা ।

শুধু কি তাই ! গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর পরিকল্পনা কতটা ছিল? কীভাবে তিনি টাকা-পয়সা দিয়ে সাহায্য করেছিলেন? সেই সমস্ত তথ্যও উঠে এসেছে ওই ভাইরাল ভিডিয়োয় । স্বাভাবিকভাবে এদিন সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ‍্য রাজনীতিতে । লোকসভা নির্বাচনের মধ্যে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এদিকে, এই সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে তৃণমূল তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে বিজেপি ৷ ফলে নেতার ভিডিয়ো ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি ৷

এদিকে বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সরদার বলেন, "তৃণমূল ও বিজেপির মধ্যে নাটক চলছে ।সন্দেশখালির মানুষ তা বুঝে গিয়েছেন। এবার এই দুই শক্তিকে পরাস্ত করে বাম প্রার্থীকে জয়ী করবে বসিরহাটের মানুষ ।" সেইসঙ্গে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে সিপিএমের প্রাক্তন বিধায়ক বলেন, "শুভেন্দু অধিকারী আন্দোলনের নামে যেখানেই গিয়েছেন সেখানেই কোনও না কোনও অঘটন ঘটিয়েছেন । তিনি সবসময় চেয়েছেন বিজেপির স্বার্থ বজায় রাখতে । তা টাকা দিয়ে মানুষকে বশ করে হোক কিংবা অন্য কোনও উপায়ে । শুভেন্দু-ই তো সন্দেশখালিতে এসে মানুষের গনতান্ত্রিক আন্দোলন ভেঙে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন। তাই শুভেন্দু অধিকারীকেই তো এই ভাইরাল ভিডিয়ো নিয়ে জবাব দিতে হবে ।"

আরও পড়ুন:

Last Updated : May 4, 2024, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details