সন্দেশখালি, 4 মে: "এটা তৃণমূলের একটা চাল ৷" সন্দেশখালি নিয়ে বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে এমনটাই মত বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ৷ ভিডিয়োর পিছনে রাজ্যের শাসক শিবিরের কোনও কারসাজি থাকতে পারে বলেও মনে করছেন সন্দেশখালি আন্দোলনের এই অন্যতম প্রতিবাদী মুখ ৷ তাঁর কথায়, "গঙ্গাধর কয়ালকে ভয় দেখিয়ে এসব করিয়েছে তৃণমূল ৷ ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য এই নোংরামি করতে পারেন না ৷ আমি মনে করি এই ভিডিয়োর কোনও সত্যতা নেই ৷ এই ভিডিয়ো ফেক । উনি এই ধরনের কথা বলতে পারেন না ।"
সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য তথা দেশের রাজনীতি ৷ তবে নারী নির্যাতনের সেই সমস্ত ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত। চক্রান্ত করেই শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরাদেরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালির 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ৷ শনিবার তাঁর সেই বক্তব্যের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে ৷ 32 মিনিটের ওই ভিডিয়োতে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপির ওই নেতা ৷ ভিডিয়োর কোথাও উঠে এসেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷ কোথাও আবার উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর গিরির কিংবা সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রের নাম । রেখাকে দেখেই যে অন্য মহিলারা এগিয়ে এসে শাহজাহান-শিবু হাজরাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন, তাও অকপটে স্বীকার করে নিয়েছেন গেরুয়া শিবিরের ওই নেতা ।