পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গল ভোরে মেয়ে সুকন্যার সঙ্গে কলকাতায় নামলেন অনুব্রত - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Anubrata Mondal in Kolkata: তিহাড় থেকে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছলেন অনুব্রত ও মেয়ে সুকন্যা মণ্ডল ৷

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 8:19 AM IST

Updated : Sep 24, 2024, 9:13 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: তিহাড় থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলবার ভোরে মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকরা ভিড় ছিল ৷ দেড় বছর পরে তিহাড় জেল থেকে মুক্তি পেলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত ৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাকে শুক্রবার জামিন দেয় ।

2022 সালের 11 অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ সেবছরই আর্থিক তছরূপের মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷ এরপর 2023 সালের 21 মার্চ থেকে তিহাড় জেলেই বন্দি ছিলেন তিনি ৷ এর মাঝে তদন্তে অসহযোগিতার অভিযোগে 26 এপ্রিল মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি ৷

কলকাতায় নামলেন অনুব্রত ও সুকন্যা (ইটিভি ভারত)

সেই মামলায় চলতি বছরের 10 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ৷ এর 10 দিন পরে 20 সেপ্টেম্বর আর্থিক জালিয়াতিতে ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পান অনুব্রত ৷ এর আগে গত 30 জুলাই গরুপাচারকাণ্ডে সিবিআই-এর মামলায় অনুব্রত মণ্ডলের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ তবে ইডির করা মামলায় জামিন না-পাওয়ায় তাঁকে তিহাড় জেলেই থাকতে হয় ৷

দোর্দণ্ডপ্রতাপ নেতার অনুপস্থিতিতেই পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট হয়েছে বীরভূমে ৷ তবে বীরভূম জেলা সভাপতির পদটি ফাঁকাই রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Sep 24, 2024, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details