শিলিগুড়ি, 17 এপ্রিল: রাম নবমীকে ঘিরে তুমুল উচ্ছ্বাস শিলিগুড়িতে । আর সেই উচ্ছ্বাসের মাঝেই দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি । রাম নবমীর মিছিলে মিলিয়ে গেল রাজনৈতিক ভেদাভেদ । এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল শহরবাসী । বুধবার সকাল থেকেই শহরে রাম নবমী উপলক্ষে একাধিক মিছিল হয় । আর সেই মিছিলে রাজনৈতিক দূরত্বকে দূরে সরিয়ে একসঙ্গে পা মেলাতে দেখা গেল দুই প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে । যেখানে রাজ্যে তো বটেই গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, সেখানে রাম নবমীতে একইসঙ্গে মিছিলে হেঁটে সৌজন্য বিনিময় করলেন প্রধান ওই দুই রাজনৈতিক দলের নেতারা । একে অবশ্য রাজনৈতিক বোঝাপড়া বলে কটাক্ষ করেছে সিপিআইএম ৷
এ দিন সকালে শিলিগুড়িতে রাম নবমীকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় । একের পর এক মিছিল চোখে পড়ে রামভক্তদের । এমনই এক মিছিলে পা মেলান দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু-সহ বিজেপির একাধিক নেতৃত্ব । আর সেই মিছিলেই রাজু বিস্তা ও শঙ্কর ঘোষের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা গেল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নির্ণয় রায়-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের । শুধু মিছিলে হাঁটাই নয়, দু'পক্ষই একে অপরকে উত্তরীয় পরিয়ে, প্রসাদ বিনিময় করে সৌজন্য দেখান ।