কোচবিহার, 6 মার্চ: লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে ৷ দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷ তার আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের সিতাই। বুধবার সিতাইয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছে 5। বুধবার বিকেলে নিশীথ প্রামাণিকের সভা ছিল। বিজেপি কর্মীরা পতাকা লাগাতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। হয় পাথর ছোড়াছুড়ি। খবর পেয়ে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোটা ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেছে। জানা গিয়েছে, দিনহাটা মহকুমার সিতাই ব্লকে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ি। গত লোকসভা নির্বাচনের পর ও বিধানসভা নির্বাচনের আগে এই সিতাইতে ব্যাপক গণ্ডগোল হয়েছিল। এবারে নির্বাচন আসতেই অশান্তি শুরু হয়। এদিন সিতাই চৌপথিতে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সভা ছিল। সেই সভার জন্য বিজেপি কর্মীরা জমায়েত হয়েছিলেন। তাঁদের অভিযোগ, পালটা তৃণমূল জড়ো হয়। সেখানে বিজেপির ঝান্ডা লাগানো নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে।