পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিশীথের সভার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সিতাই, আহত 5 - Lok Sabha Elections 2024

TMC-BJP Clash in Nisith Pramanik Meeting: বুধবার বিকেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সভা ছিল ৷ সেখানে বিজেপির কর্মী-সমর্থকরা দলীয় পতাকা বাঁধতে গেলে তৃণমূলের কর্মীরা তাঁদের উপর পাথর, লাঠি দিয়ে আক্রমণ চালায়। এমনটাই বিজেপির অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন 5 জন ৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সিতাই
TMC-BJP Clash in Nisith Pramanik Meeting

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 10:02 PM IST

নিশীথের সভার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

কোচবিহার, 6 মার্চ: লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে ৷ দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷ তার আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের সিতাই। বুধবার সিতাইয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছে 5। বুধবার বিকেলে নিশীথ প্রামাণিকের সভা ছিল। বিজেপি কর্মীরা পতাকা লাগাতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। হয় পাথর ছোড়াছুড়ি। খবর পেয়ে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোটা ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেছে। জানা গিয়েছে, দিনহাটা মহকুমার সিতাই ব্লকে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ি। গত লোকসভা নির্বাচনের পর ও বিধানসভা নির্বাচনের আগে এই সিতাইতে ব্যাপক গণ্ডগোল হয়েছিল। এবারে নির্বাচন আসতেই অশান্তি শুরু হয়। এদিন সিতাই চৌপথিতে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সভা ছিল। সেই সভার জন্য বিজেপি কর্মীরা জমায়েত হয়েছিলেন। তাঁদের অভিযোগ, পালটা তৃণমূল জড়ো হয়। সেখানে বিজেপির ঝান্ডা লাগানো নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে।

হঠাৎ করে পাথর ছোড়াছুড়ি হয়। এরপর সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় উভয়পক্ষের 5 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "লোকসভা নির্বাচনের আগে বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চাইছে। তাই এদিন গণ্ডগোল করেছে।" অপরদিকে বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "নির্বাচন আসতেই তৃণমূলের গুন্ডাবাহিনী কোচবিহার জেলাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। এদিনও আমাদের প্রার্থীর সভার আগে তৃণমূলই এদিন হামলা চালিয়েছে। এরকম চলতে থাকলে বিজেপি কর্মীরা পালটা প্রতিরোধ গড়ে তুলবেন।"

আরও পড়ুন:

  1. 42 আসনেই প্রার্থী দিতে প্রস্তুত বামেরা, কংগ্রেসের দোদুল্যমানতা কাটাতে আর্জি সেলিমের
  2. ব্রিগেডের সভায় সেলিমের 'সেটিং' তত্ত্বে শান, জবাব দিলেন সুকান্ত
  3. রাজঘাটের একই ভিডিয়ো পোস্ট করে টুইট যুদ্ধে তৃণমূল-বিজেপি

ABOUT THE AUTHOR

...view details