কোচবিহার, 20 এপ্রিল: লোকসভা নির্বাচন হয়ে গেলেও অশান্তি অব্যাহত কোচবিহারে । অভিযোগ, পানিশালা ও শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে ৷ দিনহাটার বামনহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর ওপর হামলা হয়েছে । দিনহাটার কিশামতদশ গ্রামে তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা হয়েছে । পুটিমারিতে বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে বোমা উদ্ধার উদ্ধার হয়েছে ।
অশান্তির ঘটনাগুলোতে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করছে । বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে । তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই হামলা চালিয়েছে ।’’ যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘ওরা নির্বাচনে হেরে যাবে এটা বুঝতে পেরেই নিজেদের মধ্যে গন্ডগোল করছে । বরং বিজেপি বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ।’’
কোচবিহারের পানিশালা অঞ্চলের মহিষবাথান এলাকায় ভোটের সমস্ত কাজ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অবিনাশ বর্মন নামে ওই বিজেপি কর্মীর ৷ বর্তমান কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
অন্যদিকে দিনহাটার বাদলগির গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ । গুরুতর জখম অবস্থায় তিনি কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । দিনহাটার গিতালদহে বিজেপির বুথ সভাপতি বুদা রায়কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । তিনি কোচবিহার হাসপাতালে ভরতি ।