কলকাতা, 30 ডিসেম্বর: বছরের শেষ দিন বা নিউ ইয়ার ইভে প্রতিটি মেট্রো স্টেশনে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা । এছাড়াও ওইদিন মেন লাইনে বাড়তি ছ'টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
বছরের শেষ দিন উৎযাপন করতে সকলেই বেরিয়ে পড়বেন এদিক-ওদিক। আর কলকাতার মধ্যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছতে গেলে মেট্রোর কোনও বিকল্প নেই। স্বাভাবিকভাবে মঙ্গলবার মেট্রোয় উপচে পড়া ভিড় হবে বলে অনুমান। বিশেষ করে মেন লাইন বা ব্লু লাইনে সবচেয়ে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা।
প্রতিটি স্টেশনেই বাড়ানো হচ্ছে নজরদারি এবং মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত সুরক্ষাকর্মী। অপ্রীতিকর ঘটনা এড়াতে যে স্টেশনগুলিতে সবচেয়ে বেশি ভিড় হয় যেমন এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, দক্ষিণেশ্বর এবং দমদম মেট্রো স্টেশনে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম, প্রবেশ এবং বেরনোর গেটে প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে। প্রতিটি স্টেশনে মোতায়েন থাকবেন মেট্রোর পক্ষ থেকে একাধিক কর্মী এবং আধিকারিক। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা নজরে এলে যাতে তা দ্রুত সামাল দেওয়া সম্ভব হয় তাই নর্থ-সাউথ করিডোরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে পর্যাপ্ত পরিমাণে মেট্রোকর্মী মোতায়েন করা হবে। মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের জন্য পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল।
পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিম রাখা হবে। এই দলে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার অধিকারী এবং চারজন মেট্রোর আধিকারিক। এই চারজন আধিকারিকদের মধ্যে দু'জন মহিলা থাকবেন। যে কোনও আপৎকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তাঁরা প্রস্তুত থাকবেন।
যেহেতু বছরের শেষদিনে বেশিরভাগ মানুষ পার্কস্ট্রিট অঞ্চলে যান তাই সেখানে ভিড় অনেকটাই বৃদ্ধি পায়। তাই বিকেল এবং সন্ধ্যা যেই সময় সবচেয়ে বেশি ভিড় হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ভিড় সামাল দিতে আরও একটি বিশেষ দল রাখা হবে। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে আরও একটি দল রাখা হবে যাতে একজন আধিকারিক এবং চারজন থাকবেন। যাতে যেকোনও রকমের নাশকতামূলক ঘটনা এড়ানো যায় তাই প্রতিটি স্টেশন বারে বারে টহল দেবে মেট্রো আধিকারিক এবং আরপিএফ জওয়ানরা।