পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খোদ কলকাতা পুলিশের এসিপির ফ্ল্যাটে চুরি ! তদন্তে ওয়াচ সেকশন - Theft in Kolkata Police ACP Flat

Theft in Kolkata Police ACP Flat: কতটা নিরাপদে কলকাতা শহরের আমজনতা ? এই প্রশ্নটা আরও একবার উঠে গেল মঙ্গলবার রাতে ৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসিপি পদমর্যাদার এক আধিকারিকের ফ্ল্যাটে চুরি হয়েছে ৷ ঘটনায় তদন্ত শুরু হলেও, পুলিশের শীর্ষ স্তরে মুখে কুলুপ এঁটেছে ৷

Theft in Kolkata Police ACP Flat
খোদ কলকাতা পুলিশের এসিপির ফ্ল্যাটে চুরির অভিযোগ ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 2:46 PM IST

Updated : Jul 31, 2024, 3:20 PM IST

কলকাতা, 31 জুলাই: শহরে ক্রমশ বাড়ছে চুরির ঘটনা ৷ আর এবার আমজনতা নয়, বরং কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ফ্ল্যাটে চুরি হয়েছে ৷ অভিযোগ, খোয়া গিয়ে বেশ কিছু মূল্যবান সামগ্রী ৷ ঘটনার সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না ৷ ফ্ল্যাটের তালা ভেঙে ভিতর ঢুকে চুরি করে পালিয়েছে অভিযুক্তরা ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার এলাকার একটি বহুতলের ন’তলার ফ্ল্যাটে ৷

লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি ৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায় ৷ খোদ পুলিশ কর্তার ফ্ল্যাট থেকেই মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ায় আমজনতার নিরাপত্তা কোথায় ? সেই প্রশ্ন উঠতে স্বভাবতই শুরু করেছে ৷ যদিও, এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন লালবাজারের বড় কর্তারা ৷

কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অশোক দুবের টালিগঞ্জে ফ্ল্যাট রয়েছে ৷ 9 তলায় ওই ফ্ল্যাটে পুলিশ আধিকারিক এবং তাঁর মেয়ে থাকেন ৷ গতকাল সন্ধ্যার পর তাঁর মেয়ে বাইরে বেরোন ৷ রাতে ফ্ল্যাটে ফিরতেই চক্ষু চরকগাছ তাঁর ৷ দেখেন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা ৷ এরপরেই ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখেন, ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র তছনছ করে দেওয়া রয়েছে ৷ লন্ডভন্ড পরিস্থিতিতে রয়েছে গোটা ঘর ৷ টালিগঞ্জ থানায় খবর দেওয়া হয় ৷ খবর যায়, লালবাজারেও ৷

তবে, ঠিক কী কী চুরি গিয়েছে, তা স্পষ্টভাবে জানা না গেলেও, বেশকিছু মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেছেন ওই পুলিশ আধিকারিক ৷ ফ্ল্যাটের বাইরে ও ভিতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে ৷ তদন্তে নেমে সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যে, লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ পাশাপাশি, তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

গতকাল রাতে টালিগঞ্জ থানার পুলিশ ফ্ল্যাটের ভিডিয়োগ্রাফি করে ৷ বহুতলের পাশাপাশি রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা করেন তাঁরা ৷ বহুতলটির বাইরে আপাতত পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ বুধবার সকালে কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের গোয়েন্দারা ঘটনাস্থলে আসেন ৷ ফ্ল্যাট ও আশেপাশের এলাকা ভালোভাবে ঘুরে দেখেন তাঁরা ৷ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে গোয়েন্দাদের অনুমান এই কাজটি স্থানীয় চোরেদের ৷

তবে, তদন্ত নেমে এখনও পর্যন্ত পুলিশ কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি ৷ ওই আবাসনে আরও বেশ কয়েকটি পরিবার থাকে ৷ সবার ফ্ল্যাট বাদ দিয়ে, কেন ওই পুলিশকর্মীর ন’তলার ফ্ল্যাটেই চোরেরা হানা দিল, সেই রহস্যও উদঘাটনের চেষ্টা চলছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি চোরেরা জানত, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই ফ্ল্যাটটি ফাঁকা থাকবে ? পুরো ঘটনাটি কি পূর্বপরিকল্পিত ? এমন একাধিক প্রশ্ন উঠছে ৷

Last Updated : Jul 31, 2024, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details