আসানসোল, 14 সেপ্টেম্বর: একদিকে যখন আরজি কর-কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড়, তখন রাজ্য নাট্য আকাদেমির সিন্ডিকেট রাজ নিয়ে বিক্ষোভে সামিল হলেন আসানসোলের একাংশের নাট্যকর্মীরা ৷ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে তাঁরা এই বিক্ষোভে সামিল হন ৷ দীর্ঘক্ষণ ধরে স্লোগান ও বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ নাট্যকর্মীদের অভিযোগ, সন্দীপ ঘোষদের মতো 'সিন্ডিকেড রাজ' নাট্য আকাদেমিও চলছে ৷ যাঁরা এই 'সিন্ডিকেটে' যুক্ত, তাঁরাই রাজ্য নাট্য আকাদেমির অনুদান থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন ৷
আরজি কর-কাণ্ড নিয়ে যখন মালদার একটি নাট্যদল রাজ্য আকাদেমির অনুদান ফিরিয়েছে ৷ ঠিক তখনই রাজ্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ' নিয়ে প্রতিবাদে সামিল হলেন আসানসোলের বেশ কিছু নাট্যকর্মী ৷ শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে একটি নাট্যোৎসব ছিল ৷ সেই নাট্য উৎসব চলাকালীন রবীন্দ্র ভবনের বাইরে একাংশ নাট্যকর্মী রাজ্য নাট্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ' নিয়ে বিক্ষোভে সামিল হন ৷ রবীন্দ্র ভবনের মূল দরজার বাইরে তাঁরা বিক্ষোভ দেখান ৷