দুর্গাপুর, 30 জুলাই:বেতন বৃদ্ধি-সহ আট দফা দাবিকে সামনে রেখে কর্মবিরতির ডাক দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের ৷ শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা ৷ সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে ব্যাহত হয়েছে নাগরিক পরিষেবা ৷
বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি অস্থায়ী সাফাই কর্মীদের (ইটিভি ভারত) অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি 347 টাকা ৷ অথচ দুর্গাপুর পুরনিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি পান 202 টাকা । মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো করানো হচ্ছে । পিএফের টাকা বকেয়া রয়েছে ৷ চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা-সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে সাফাই কর্মীদের । দুর্গাপুর পুরনিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোনও গুরুত্ব । দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে এই সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান । এমনটাই জানিয়েছেন কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা ৷
দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলন (নিজস্ব ছবি) তিনি বলেন,"আমরা এই দাবি দুর্গাপুর পুরনিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি । কিন্তু কোনও কাজ হয়নি । গত বছরও আমরা 8 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলাম । কয়েকদিন আগেও প্রতিবাদ মিছিল করে সেই দাবি তুলেছিলাম । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । দুর্গাপুর পুরনিগম কর্তৃপক্ষ শুধুই বলে, পুর নিগমের খাতে পর্যাপ্ত টাকা নেই । অথচ দুর্গাপুর পুরনিগমের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নানান কাজ হচ্ছে। তাহলে আমাদের সাফাই কর্মীরা কেন বঞ্চিত থাকবে? দ্রুত আমাদের দাবি পূরণ না হলে আমরা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাব ।"
দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মন্ডলীর ডেপুটি চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কথায়,"দাবিগুলি শুনে অস্থায়ী সাফাই কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা চালানো হবে । কিন্তু পরিষেবা বন্ধ করে এই আন্দোলন আইএনটিউসির নেতৃত্বে তা বড়ই বেমানান । আমরাও একদিন ওই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম । কিন্তু পরিষেবা বন্ধ করে আন্দোলন কখনও কাম্য নয় । শক্ত হাতে বিষয়টি মোকাবিলাও করব আমরা । আমাদেরও শ্রমিক সংগঠন আছে ।"
শহরজুড়ে ব্যাহত পরিষেবা (নিজস্ব ছবি) আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের আন্দোলনের যোগ দিতে আসা অনেক সাফাই কর্মীকে পুলিশি নির্যাতনের ভয় দেখানো হচ্ছে, তাদের চাকরি থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে । তবে দুর্গাপুরের আমজনতার একটা বড় অংশ পরিষেবা বন্ধ করে এই আন্দোলনের পক্ষে কোনভাবেই যে নেই তা জানিয়ে দিয়েছেন । আন্দোলনকারীদের সঙ্গে এবং তাদের ন্যায্য দাবি দেওয়ার সঙ্গে সহমত পোষণ করলেও গোটা শহর আবর্জনা স্তুপে পরিণত হোক, এটাও মেনে নিতে পারছেন না অনেকেই । সবচেয়ে বেশি দুরবস্থা দেখা দিয়েছে দুর্গাপুর শহরের বিভিন্ন বাজার এলাকাগুলিতে । বিশেষ করে কাঁচা সবজি, মাছ বিক্রি হয় এমন বাজার গুলিতে দুর্গন্ধ ছড়াতে শুরু হয়েছে ।
দুর্গাপুরের আমরাই মোড় বাজার এলাকার ব্যবসায়ী অমিয় মুখোপাধ্যায় জানান, "জরুরি পরিষেবা বন্ধ করে এই আন্দোলনকে সমর্থন করি না । তাদের বেতন বাড়ুক এটা চাই । দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে ঘটেছে তাতে বেতন বাড়ুক এটা কাম্য । আলোচনার ভিত্তিতে আন্দোলন হোক, জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি । বর্ষার সময় ম্যালেরিয়া ডেঙ্গি রোগের প্রকোপ দেখা দিচ্ছে । এই সময় নর্দমা, আগাছা পরিষ্কার না হওয়াটা দুর্ভাগ্যজনক ।"
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সাফাই কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, "আমরা মানবিক । এর আগে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানিয়ে আমরা এই সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করেছিলাম । কিন্তু কাজ বন্ধ করে দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে একশ্রেণির সাফাই কর্মীদের দিয়ে । আমরাও মানুষ । আমরা চাই এই সাফাই কর্মীদের সমস্ত সুবিধা প্রদান করতে । ধাপে ধাপে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি ।"
মঙ্গলবার 43টি ওয়ার্ডেই সাফাই কাজের পরিষেবা বন্ধ করে কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে যোগ দেন বলে অভিযোগ । দুর্গাপুর পুরনিগমের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের লাগাতার তিনদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছে । আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে এই আন্দোলনে নেমেছেন দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীরা ।
সোমবার সকাল আটটায় গান্ধি মোড় থেকে পদযাত্রা করে 2400 অস্থায়ী সাফাই কর্মীদের মধ্যে একটা বড় অংশ দুর্গাপুর পুরনিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে সামিল হন । যদিও আন্দোলনকারীদের নেতা সুভাষ সাহা স্পষ্ট জানিয়ে দেন, আন্দোলনকারীদেরকে কাজ বন্ধ করার কথা বলা হয়নি । তাঁরা ভোরবেলায় নিজেদের ওয়ার্ডে সাফাইয়ের কাজ করেও তাঁদের দাবি নিয়ে আন্দোলনে সামিল হতে পারেন ।