তমলুক, 24 মে: তিন বহিরাগতের লড়াই দেখবে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র ৷ এখানে ভোট শনিবার ৷ এদিকে 'শুভেন্দুর গড়' নামে পরিচিত এই আসন থেকে অধিকারী পরিবারের কোনও সদস্য প্রার্থী হননি ৷ ভোটযুদ্ধ হবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং দুই দলের তরুণ প্রার্থীদের মধ্যে ৷ তবে লড়াই যে দলেরই হোক না কেন, বাকিদের যুদ্ধটা কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তা বলাই যায় ৷ 1980 থেকে 2004 সাল- এই সময়ের মধ্যে মাত্র একবার বাদে বাদে দু'দশক তমলুকে রাজত্ব করেছে সিপিএম ৷ ছ'বারের বাম সাংসদ লক্ষ্মণ শেঠকে পরাজিত করেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ৷ এখন তিনিই বিজেপিতে ৷
এহেন বৈচিত্র্যময় তমলুক আসনে এবার লোকসভায় বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিচারপতি থাকাকালীন যিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ৷ আবার অনেকের রোষের মুখেও পড়েছেন ৷ শুনানি করতে করতে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবল বিদ্বেষ তৈরি হয়েছিল তাঁর ৷ সেই কারণে বিচারপতি পদে ইস্তফা দিয়ে সটান রাজনীতির ময়দানে প্রবীণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এর নেপথ্যে যে বিজেপির শুভেন্দু অধিকারী রয়েছেন তা কারও অজানা নয় ৷
প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ এবারের লোকসভা ভোটে বঙ্গের কনিষ্ঠ প্রার্থী দেবাংশু, তৃণমূলের যুব সংগঠনের নেতা ৷ মাঝে মধ্যেই ঘাসফুলের হয়ে বিতর্কসভায় অংশ নিয়ে তিনিও বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন ৷ জনপ্রিয়তা পেয়েছেন ৷ পাশাপাশি তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কও সর্বজনবিদিত বিজেপি ও ঘাসফুলের সঙ্গে ভোটযুদ্ধের মাঠে আছেন সিপিআই(এম) প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ পেশায় আইনজীবী এই বাম নেতা রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা লড়েছেন ৷ সোশাল মিডিয়ায় নেট নাগরিকদের কাছে তিনি যথেষ্ট জনপ্রিয় ৷
আরও পড়ুন:ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?
পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দুর জয়ের নেপথ্যে 2007 সালের নন্দীগ্রাম জমি আন্দোলনের একটা বড় অবদান ছিল ৷ হলদি নদীর তীরে সালেম গোষ্ঠীর রাসায়নিক কারখানা গড়া নিয়ে আন্দোলনের সূত্রপাত ৷ সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল স্থানীয়রা ৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু ৷ আন্দোলনকারীদের মোকাবিলায় পুলিশ গুলি চালিয়েছিল ৷ মৃত্যু হয়েছিল 14 জনের ৷ এরপর বাম সরকারের পরিণতি কারও অজানা নয় ৷