কোচবিহার, 20 জুন: হস্টেল নিয়মিত পরিস্কার হয় না। হস্টেলে পরিশ্রুত পানীয় জলের অভাব, আগাছায় ভরে গিয়েছে মেডিক্যাল কলেজ চত্বর। লাইব্রেরিতে স্থানাভাব-সহ এমনই একাধিক অভিযোগ নিয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে রাতভর ঘেরাও করে বিক্ষোভ দেখাল ডাক্তারি পড়ুয়ারা।
কোচবিহার মেডিক্যাল অধ্যক্ষকে ঘেরাও পড়ুয়াদের (ইটিভি ভারত) বুধবার বিকেল থেকে তাদের এই ঘেরাও কর্মসূচি শুরু হয়। তারপরও কলেজ কর্তৃপক্ষের তরফে সুস্পষ্ট আশ্বাস না মেলায় বৃহস্পতিবারও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এরপর এদিন আন্দোলনকারীদের পক্ষে এক পড়ুয়া কুণাল সর বলেন, "কলেজ হস্টেল নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে আমাদের।" যদিও কলেজ অধ্যক্ষ জানান, পড়ুয়াদের দাবিগুলো নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। সুতরাং, শুধু দাবির প্রেক্ষিতে এই বিক্ষোভ হতে পারে না। এর পিছনে অন্য কোনও কারণ আছে বলেও জানাচ্ছেন অধ্যক্ষ।
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কোচবিহার এমজেএন মেডিক্যাল হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি কোচবিহার কৃষি খামারের জমিতে গড়ে ওঠে এই মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক বিল্ডিং। বর্তমানে সেখানে 400 পড়ুয়া রয়েছেন। তবে মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। পড়ুয়াদের অভিযোগ, হস্টেল নিয়মিত পরিস্কার করা হয় না। তার উপর হস্টেলের উপরতলায় নতুন ভবনের কাজ চলছে। ফলে পড়ুয়াদের সমস্যা হচ্ছে। এমনকী হস্টেলে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে বলে অভিযোগ।
পড়ুয়াদের অভিযোগ, হস্টেল চত্বর ও কলেজ চত্বর আগাছায় ভরে গিয়েছে। রাতের বেলায় যাতায়াত করতে ভয় হয়। লাইব্রেরিতে স্থানাভাব রয়েছে। পরিকাঠামোগত সমস্যা রয়েছে। এসব নিয়ে বহুবার অভিযোগ জানিয়ে লাভ না হওয়ায় প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বলেও জানাচ্ছেন পড়ুয়ারা।