পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, পদত্যাগ তদন্ত কমিটির প্রধানের - JADAVPUR UNIVERSITY

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ ৷ মঙ্গলবার রাতে ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে কালেকটিভের সদস্যরা।

JADAVPUR UNIVERSITY
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 10:20 PM IST

কলকাতা, 26 নভেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ। আচমকাই মঙ্গলবার সন্ধ্যায় বিবাদে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন। যদিও এর মাঝেই পদত্যাগ করেন দায়িত্বপ্রাপ্ত এক প্রাক্তন বিচারপতি। ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে কালেকটিভের সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ওয়ার্ল্ড ভিউয়ার সামনে এই বিবাদ হয়। যদিও এই ঘটনার সূত্রপাত সোমবার রাতে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি-তে ভর্তির অনিয়মের তদন্ত চলছিল সোমবার। অভিযোগ, সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন একদল পড়ুয়া বাধার সৃষ্টি করে। তার জেরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে দিন পরিবর্তন হয়ে গেলেও মঙ্গলবারে থাকে তার রেশ। যাকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাস চত্বরে। যদিও এর মাঝে মঙ্গলবার এই তদন্ত প্রক্রিয়ার প্রধান প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন।

অন্যদিকে, মঙ্গলবার আরও একটি ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ বাম ছাত্র সংগঠন এসএফআই-এর এক ছাত্র জানান, "বাম ছাত্র সংগঠন এসএফআই এর নম্ভেম্বর বিপ্লবে আগে একটি অনুষ্ঠান হচ্ছিল তিনদিনব্যাপী। সেখানে গতকাল আমাদের পোস্টার ছিঁড়ে দেয় কালেক্টিভের সদস্যরা। আজ তার প্রতিবাদে আমার একটা মিছিল করছিলাম ক্যাম্পাসের ভিতরে। সেখানেই আচমকা আমাদের উপর কালেকটিভ, ফোরাম ফর আর্টস-সহ আরও 2টি সংগঠনের সদস্যরা চড়াও হয়। আমাদের অনেক মহিলাদেরও গায়ে হাত দেওয়া হয়। আমাদের বহু সদস্য আহত হয়েছেন ৷" বেশ কিছু ছাত্রকে ভর্তি করা হয়েছে কেপিসি মেডিক্যাল কলেজে ।"

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগ ক্ষতি দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় তরফে। প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছিল। সোমবার এ তদন্ত প্রক্রিয়া চলছিল। অভিযোগ সেই সময় বাইরে প্রায় 10 জন পড়ুয়া ভিড় জমায়। প্রাক্তন বিচারপতিকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, বলেও অভিযোগ উঠে পড়ুয়াদের বিরুদ্ধে।

ABOUT THE AUTHOR

...view details