পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী

Drug Smugglers Arrested: শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার তিন পাচারকারী ৷ বাজেয়াপ্ত গাড়ি থেকে উদ্ধার দেড় কোটি টাকা মূল্যের মাদক ৷ ধৃতরা হুগলি ও নদিয়ার বাসিন্দা ৷ মাদক আলিপুরদুয়ার থেকে চুঁচুড়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে ৷

Drug Smuggler
মাদক পাচারকারী

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:43 PM IST

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি:ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দেড় কোটির মাদক-সহ গ্রেফতার তিন পাচারকারী । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় । ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে এসটিএফ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় অভিযান চালায় এসটিএফ । অভিযান চালিয়ে সন্দেভাজন এক চারচাকা গাড়ি আটক করা হয় । গাড়িতে তল্লাশি চালালে 2 কেজি 316 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা । এরপরই গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতরা হলেন, হুগলির চুঁচুড়ার বাসিন্দা লিটন পাল, নদিয়ার সাথিগছরের বাসিন্দা নুরুদ্দিন দফাদার ও নদিয়ার রানাঘাটের বাসিন্দা দেবাশিস দাস ।

এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "ওই মাদক পাচারের জন্য আলিপুরদুয়ার থেকে চুঁচুড়া নিয়ে যাওয়া হচ্ছিল । খবর পেয়ে আমরা অভিযান চালাই । ঘটনায় বেশ কয়েকজনের নাম উঠে এসেছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

গত সোমবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এসটিএফের শিলিগুড়ি ইউনিটের আধিকারিকরা । অভিযানে অসম থেকে কলকাতাগামী এক ট্রেনে সন্দেহভাজন এক মহিলাকে আটক করেন তাঁরা । মহিলার নাম সাধনা হালদার । তিনি মুর্শিদাবাদের কৃষ্ণপুরের লালগোলার বাসিন্দা । তল্লাশি চালালে ওই মহিলার হেফাজত থেকে 566 গ্রাম মাদক উদ্ধার হয় । এরপরই মহিলাকে রেল পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় । মহিলাকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন:

  1. ফের সাফল্য এসটিএফের, এনজেপি রেল স্টেশন থেকে 15 লক্ষের মাদক-সহ গ্রেফতার মহিলা পাচারকারী
  2. এসটিএফের তৎপরতায় উদ্ধার কয়েক কোটির মাদক, গ্রেফতার পাচারকারী
  3. পৃথক অভিযানে উদ্ধার কোটি টাকার সোনা ও মাদক! গ্রেফতার রাজস্থানের বাসিন্দা-সহ 4

ABOUT THE AUTHOR

...view details