কলকাতা, 14 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 'বাংলা দিবস' পালনের উদ্যোগ গৃহীত হলেও রবিবার রবীন্দ্র সদনেে প্রথম বাংলা দিবসের অনুষ্ঠান হল মুখ্যমন্ত্রীকে ছাড়াই ৷ শিয়রে লোকসভা নির্বাচন, তাই বছর প্রথমদিনই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি পালন করেন বাংলা দিবস ৷ উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গেও বাংলা দিবস পালনের আয়োজন করছে রাজ্য সরকার ৷
এদিন উত্তরবঙ্গে রাজপথে বাংলা দিবস পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি কলকাতার রবীন্দ্র সদনেও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা ও গানের মাধ্যমে বাংলা দিবস পালন করে রাজ্য সরকার। এদিন রবীন্দ্রসদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের পুলিশ সুপার বিনীত গোয়েল ও অন্যান্য বিশিষ্টরা।
উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, আবুল বাশার, সুবোধ সরকার, শ্রীজাত, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মুখ্য সচিব রাজ্যবাসীকে বাংলা দিবস হিসেবে শুভেচ্ছা জানান ৷ তিনি বলেন, "রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে গত সেপ্টেম্বর মাসে ঠিক হয়েছিল পয়লা বৈশাখের দিনটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হবে। সেইমতো রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত রেজুলেশন গ্রহণ করা হয়। যে বাংলা দেশকে জাতীয় সংগীত জনগণমন দিয়েছে, জাতীয় গান বন্দে মাতরাম দিয়েছে; সেখানে এসে কাজ করতে পেরে আমরা গর্বিত।"
উত্তর থেকে দক্ষিণ তথা বিভিন্ন জেলায় বিভিন্ন পৌরসভায় সর্বত্র পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করা হচ্ছে। নির্বাচনী বিধি মেনে পালিত হয় বাংলা দিবস ৷ নির্বাচন কমিশন এই অনুষ্ঠানের অনুমতি দিলেও, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার অনুমতি দেয়নি ৷ তাই রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার নেতৃত্বে রবীন্দ্র সদনে সরকারি তরফে রাজ্যের প্রথম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন:
- মাদলের তালে-আদিবাসী নৃত্যে বর্ষবরণে মমতা, দেখুন ভিডিয়ো
- নববর্ষে গঙ্গাবক্ষে নৌকায় প্রচারে বিজেপি প্রার্থী লকেট
- নাচেগানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ পালনে মুখ্যমন্ত্রী