কলকাতা, 3 এপ্রিল: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হলেন এসএসসি-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷ আদালতের নির্দেশে আপাতত সোমবার পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবেন তিনি ৷ নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 10 অগস্ট শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্ত চলাকালীন তাঁকে 9 সেপ্টেম্বর আবার হেফাজতে নেয় সিবিআই । তারপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ । তবে সিবিআই-এর তদন্তের অগ্রগতি সেভাবে না হওয়ায় 2022 সালের 22 সেপ্টেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত । এবার তাঁকে গ্রেফতার করল ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতায় ইডি-র বিশেষ আদালতে হাজির করানো হয় শান্তিপ্রসাদ সিনহাকে ৷ আদালতে শুনানি চলাকালীন তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে ইডি । যদিও ইডির আবেদনের বিরোধিতা করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত ৷ আদালতে তিনি জানান, একই অভিযোগে সিবিআই ইতিমধ্যেই তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে । চার্জশিটও জমা দিয়েছিল সিবিআই। ফলে আবার সেই ঘটনায় কেন শান্তিপ্রসাদকে গ্রেফতার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা?