কলকাতা, 8 অগস্ট: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8টা 20 মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। আগামিকাল শুক্রবার সিপিএম রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে তাঁর দেহ শায়িত থাকবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আর বুদ্ধদেবের শেষকৃত্যে দিল্লির নেতারা আজ রাতেই কলকাতায় আসতে শুরু করবেন বলে জানা গিয়েছে।
আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কলকাতায় আসছেন না। তবে, প্রকাশ কারাট, বৃন্দা কারাট, এমএ বেবি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকাররা উপস্থিত থাকবেন। কিন্তু, চোখের অপারেশন হওয়ায় সীতারাম ইয়েচুরি আসতে পারছেন না। আসবেন না পিনরাই বিজয়নও। তবে, সিপিআইয়ের ডি রাজা উপস্থিত থাকবেন। এছাড়াও ইন্ডিয়া শরিকের অনেকে নেতাও থাকতে পারেন বলে জানা গিয়েছে।
বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম'র সদস্য পদ লাভ করেন 1966 সালে। পার্টির সর্বক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ বিদ্যামন্দিরে বছর দুয়েক শিক্ষকতা করেছিলেন। সেই সময়ে বাংলায় খাদ্য আন্দোলন, ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন-সহ বহু গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন। 1968 সালে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন।
সিপিএম'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন 1971 সালে। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছেন 1981 সালে এবং 1985 সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 2000 সালে তিনি পার্টির পলিটব্যুরোর সদস্যও হন। স্বাস্থ্যের কারণে তিনি 2015 সালে সিপিএম'র পার্টি কংগ্রেসে পলিটব্যুরোর সদস্যপদ থেকে অব্যহতি নেন। পার্টির কেন্দ্রীয় কমিটিতে তিনি সাম্মানিক সদস্য ছিলেন। 2018 সালে তিনি পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও অব্যাহতি নিয়ে রাজ্য কমিটিতে সাম্মানিক সদস্য হয়েছিলেন।