পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবুঘাটে লরি চালককে লক্ষ্য করে গুলি, গ্রেফতার 2 - Shootout at Babughat - SHOOTOUT AT BABUGHAT

Shootout at Babughat: টাকা মেটানোকে কেন্দ্র করে লরির চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বাবুঘাটে ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ ৷ জখম লরির চালক হাসপাতালে ভর্তি ৷

Shootout at Babughat
বাবুঘাটে শুটআউট (প্রতীকি ছবি ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 11:12 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: কলকাতায় ফের শুটআউট ৷ এবার লরির চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাবুঘাট এলাকায় ৷ বালি ভর্তি লরির টাকা মেটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ৷ আর তাকে কেন্দ্র করে গুলি চালালোর অভিযোগ ৷ আহত লরির চালকের নাম কান্তি সিংহ ৷ তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার তদন্ত নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ ৷

জানা গিয়েছে, কান্তি সিংহ হাওড়ার বাসিন্দা । কিছুদিন আগে তিনি অন্য জায়গায় বালি পৌঁছে দেওয়ার জন্য বরাত পেয়েছিলেন ৷ বালি পৌঁছে দিলে তাঁকে 33 হাজার টাকা দেবে বলে চুক্তি হয় ৷ সেইমতো তিনি বালি ভর্তি লরি নিয়ে সেই পার্টির কাছে যান ৷ অভিযোগ, বালি ভর্তি গাড়ির নিয়ে সেখানে পৌঁছলেও 33 হাজার টাকার বদলে 28 হাজার টাকা ধরিয়ে দেওয়া হয় কান্তির হাতে । ওই পরিস্থিতিতে ঘটনাস্থলে দাঁড়িয়ে লরির মালিককে ফোন করেন কান্তি । গোটা বিষয়টি তাঁকে জানান তিনি । তারপর বালি ভর্তি লরি ফিরিয়ে নিয়ে চলে আসে ড্রাইভার ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যরাতে বালি ভর্তি লরিটি বাবুঘাটে আসে ৷ অভিযোগ, লরিটিকে ধাওয়া করতে করতে বাবুঘাটে পৌঁছে যায় আরিফ, আসিফ এবং দানিশ নামে তিনজন দুষ্কৃতী । অন্যান্য লরির চালকরা পুলিশকে জানিয়েছে, এরপর বাবুঘাটে কান্তি সিংহের সঙ্গে ওই দুষ্কৃতীদের বচসা বাঁধে । সেসময় লোকজড়ো হয়ে যাওয়ায় ভয় পেয়ে আগ্নেয়াস্ত্র বার করে কান্তির উপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপর এক যুবক ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ । রক্তাক্ত অবস্থায় কান্তি সিংহকে উদ্ধার করে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত অর্থাৎ যে গুলি চালিয়েছে তাঁর নাম টিংকু ৷ সে পলাতক । অভিযুক্ত আসিফ এবং আরিফকে রাতে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ । বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ কীভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,"টিংকুর খোঁজ চালানো হচ্ছে ৷ পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই আমরা বাজেয়াপ্ত করেছি । সেই ফুটেজ দেখেও অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details