কলকাতা, 5 এপ্রিল: সাদা রঙ ছিল ভীষণ প্রিয়... ৷ তাই বিলাসবহুল গাড়ির রঙ সাদা, গাড়ি থেকে শুরু করে সাদা রঙের টি-শার্ট আর সাদা খাতা ৷ আর এই সাদা খাতাতেই নিজের হাতে কালো ব্যবসার কোটি কোটি কালো টাকার হিসেব লিখে রাখত সন্দেশখালির 'বাঘ' শেখ শাহাজাহান ৷ কিন্তু শাহাজাহানকে নিজেদের হেফাজতে পেলেও কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এখনও আসেনি তার সাদা খাতা ৷ আর সেই সাদা খাতা পেতেই মরিয়া চেষ্টা চলাচ্ছে ইডি ৷ তদন্তকারীদের দাবি, সেই খাতা হাতে পেলে, শেখ শাহাজাহানের বিরুদ্ধে একাধিক না-জানা উত্তর পাওয়া যাবে ৷
সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে তার একটি কোম্পানি, এসকে সাবিনা-র খোঁজ পেয়েছেন তদন্তকারীরা ৷ 4 এপ্রিল শেখ শাহাজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি ৷ গত 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি ৷
সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ডের পর তদন্তকারীরা জানতে পারেন, কালো টাকার হিসাব নিজেই সাদা খাতায় লিখে রাখত শেখ শাহজাহান ৷ কিন্তু তদন্ত এখনও শাহাজাহানের হিসাব লেখা 'সাদা খাতা' উদ্ধার করতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ ফলে শেখ শাহজাহানের সেই সাদা খাতাটি খুঁজে পেতে এবার ফের সন্দেশখালি অভিযান করতে চাইছে ইডি ৷