কলকাতা, 8 মার্চ: ইডি আধিকারিকদের উপর হামলার ঠিক আগে শেখ শাহজাহানের ফোন থেকে সন্দেশখালির একাধিক তৃণমূল নেতার কাছে ফোন গিয়েছিল ৷ এমনই তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ৷ এ দিকে, এ বিষয়ে মুখ খুলেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত । তাঁর দাবি, পরিস্থিতি জানতে তিনি নিজেই সে দিন ফোন করেছিলেন শাহজাহানকে ৷
গত 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালানোর আগে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা তাঁকে বেশ কয়েকবার ফোন করেছিলেন । তবে ইডি আধিকারিকদের দাবি, শেখ শাহাজাহানের ফোন সেই সময় ব্যস্ত ছিল । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে প্রথম প্রশ্ন পরিষ্কার করতে চেয়েছিল সিবিআই ৷ তারা জানতে চেয়েছিল, ঘটনার দিন আধিকারিকদের উপর আক্রমণ শানানোর আগে শাহজাহান কাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন । সেই মতোই সন্দেশখালিতে আজ সিবিআইয়ের একটি দল গিয়ে তাঁর ব্যবহার করা একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করে । পাশাপাশি এর আগে বাজেয়াপ্ত হওয়া শাহজাহানের বেশ কয়েকটি মোবাইল ফোনের কললিস্ট চেক করে জানা গিয়েছে যে, 5 জানুয়ারি কয়েকজন স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেছিলেন শাহজাহান ।
সিবিআই সূত্রের খবর, শেখ শাহাজাহানের মোবাইল ফোন করা হয়েছে সন্দেশখালির ন্যাজাট এলাকায় বিভিন্ন তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যদের ফোন নম্বরে । আধিকারিকরা তাঁর বাড়িতে এসেছে, সেই খবর শোনার পর শেখ শাহাজাহানের ফোন থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যের কাছে ফোন গিয়েছিল ।
সূত্রের খবর, তাঁর ফোন থেকে সেই সব নেতাদের নাম এবং ঠিকানা সংগ্রহ করে একটি নামের তালিকা তৈরি করেছে সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, এবার সেই তৃণমূল নেতাদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞসাবাদ করা হবে । প্রয়োজন পড়লে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারীরা ।
রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ইডি গোয়েন্দারা গত পাঁচ জানুয়ারি সন্দেশখালিতে তল্লাশি অভিযান চালাতে যায় ৷ সেই সময় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ লোকজন ইডি আধিকারিকদের উপর চড়াও হন । অভিযোগ, তাঁদের সরকারি নথিপত্র-সহ মোবাইল ফোন লুট করা হয় । বর্তমানে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চাইছেন গত পাঁচ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর আক্রমণের যে ব্লু প্রিন্ট সাজানো হয়েছিল, সেখানে শেখ শাহাজাহানকে কোন কোন তৃণমূল নেতা সাহায্য করেছিলেন ।
এ দিকে, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত এ দিন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআই সন্দেশখালি ঘটনার তদন্ত করছে, তাকে তিনি স্বাগত জানাচ্ছেন ৷ এর পাশাপাশি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন তিনি, গত পাঁচ জানুয়ারি ইডি অভিযানের সময় যে হামলার ঘটনা ঘটেছিল, তখন শেখ শাহজাহান নয়, বরং তিনি নিজেই শেখ শাহজাহানকে ফোন করেছিলেন । কারণ হিসেবে সুকুমার মাহাতর দাবি, এলাকার বিধায়ক হওয়ার জন্যই তিনি ঘটনার গুরুত্ব বুঝে শাহজাহানকে ফোন করেছিলেন । এর বেশি কিছু নয় । কেন এই ধরনের ঘটনা ঘটল, তা জানতেই বিধায়ক হিসাবে তিনি ফোন করেছিলেন বলে দাবি করেছেন সুকুমার মাহাত ।
আরও পড়ুন:
- শ্রীঘরে শাহজাহান, এক যুগ পর নারীদিবসে মুক্ত বাতাস সন্দেশখালির আকাশে
- বিচারের আশায় শাহজাহান, গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন সন্দেশখালির ‘ত্রাস’
- শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই, তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমও