চাকদহ, 5 মার্চ: ঘর তৈরির ভিত খুড়তে গিয়ে কৌটা বোমা ফেটে বিস্ফোরণ ৷ আহত বেশ কয়েকজন শ্রমিক । তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা একজনের । প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার চাকদহ পাজির মোড় লালপুরে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গিয়েছে, মৌসুমী বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ি তৈরির জন্য ভিত খোড়ার কাজ চলছিল । সেখানে চারজন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল । কোদাল দিয়ে মাটি খোড়ার কাজ চলছিল ৷ হঠাৎই একটি কৌটোর উপর কোদালের কোপ লাগে । এরপর কৌটো বোমাটি বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন এক শ্রমিক । পাশাপাশি জখম হন আরও বেশ কয়েকজন শ্রমিকও । আশংকাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে । সেখানেই চলছে চিকিৎসা । দিনের বেলায় এরকম বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকার মানুষ ।