পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিক আপ ভ্যানের গতির বলি 3 প্রাতঃভ্রমণকারী, চালক-সহ আহত 3 - ROAD ACCIDENT IN MALDA

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ৷ পিক আপ ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক ৷

Road accident in Malda
পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত প্রাতঃভ্রমণকারীরা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 12:33 PM IST

মালদা, 9 নভেম্বর: প্রাতঃভ্রমণে বেরিয়ে গতির শিকার হলেন তিন ব্যক্তি ৷ বেপরোয়া গতিতে আসা পিক আপ ভ্যানের ধাক্কায় রাস্তা থেকে 50 মিটার দূরে ছিটকে পড়ল দেহ ৷ আশঙ্কাজনক ঘাতক পিক আপ ভ্যানের চালক-সহ আরও দু'জন ৷

শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কাবুয়ারোড কালীমন্দির এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ৷ হতাহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ৷ আহত চালককে তৎক্ষণাৎ চাঁচল সুপার স্পেশালিটি রেফার করা হয়েছে ৷

মালদায় পিক আপ ভ্যানের গতির বলি প্রাতঃভ্রমণকারীরা (ইটিভি ভারত)

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন ভোরেও স্থানীয় তুলসিহাটা গ্রামের পাঁচজন 31 নম্বর জাতীয় সড়কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ কাবুয়ারোড কালীমন্দির এলাকায় পিছন থেকে একটি পিক আপ ভ্যান ভয়ঙ্কর গতিতে তাঁদের ধাক্কা মারে ৷ দুর্ঘটনার পর পিক আপ ভ্যানটিও রাস্তার ধারে খালে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷

ঘাতক পিক আপ ভ্যান (নিজস্ব ছবি)

মৃতদের নাম - দিলীপ সাহা (49), ফেকনলাল রাম (60) ও সুরেশ খৈতান (60) ৷ সুরেশ পেশায় চিকিৎসক ৷ এলাকায় বেশ নামডাক রয়েছে তাঁর ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত দিলীপের স্ত্রী শ্রাবণী সাহা (40), শংকর কর্মকার (43) এবং পিক আপ ভ্যানের চালক মহম্মদ হেলাল (40) ৷ হেলালের বাড়ি চাঁচলের স্বরূপগঞ্জ সংলগ্ন বিষণপুর গ্রামে ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ নিহত ও আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা ৷

এই নিয়ে তুলসিহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন, "হতাহতরা সবাই দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিদিন একইসঙ্গে প্রাতঃভ্রমণে বেরোতেন ৷ তাঁরা বাড়ি থেকে বেরিয়ে কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন এলাকায় ব্যায়াম করতেন ৷ আজও সেখানে ব্যায়াম করছিলেন দিলীপ সাহা, ফেকনলাল রাম ও সুরেশ খৈতান ৷ সেই সময় তুলসিহাটার দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে তাঁদের ধাক্কা মারে ৷ প্রথমে শুনেছিলাম, দুর্ঘটনায় দু'জন মারা গিয়েছেন ৷ হাসপাতালে এসে শুনি, দুর্ঘটনায় আমরা তিনজনকে হারিয়েছি ৷"

ভোরবেলা পথ দুর্ঘটনা (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "এখন জাতীয় সড়ক অনেক চওড়া হয়েছে ৷ রাস্তার সাদা দাগ থেকে অন্তত 10 ফুট দূরে তাঁরা ব্যায়াম করছিলেন ৷ কিন্তু এলাকায় যেভাবে পিক আপ ভ্যানগুলি চলাচল করে, তাতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে ৷ এই গাড়িগুলির গতি নিয়ন্ত্রণ করাও হয় না ৷ প্রশাসনকে বলব, এদিকে একটু নজর দিতে ৷"

আহত হয়েছেন আরও প্রাতঃভ্রমণকারীরা (নিজস্ব ছবি)

স্থানীয়দের অনুমান, ভোরবেলা কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ৷ কারণ, বিহার সংলগ্ন এই এলাকায় এখন থেকেই বেশ ভালো কুয়াশা পড়তে শুরু করেছে ৷ হরিশ্চন্দ্রপুর থানার এক আধিকারিকের কথায়, "আজ ভোরে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত আরও তিনজন ৷ হতাহতদের উদ্ধার করা হয়েছে ৷ ঘাতক পিক আপ ভ্যানটিও আটক করা হয়েছে ৷ তার চালক আশঙ্কাজনক ৷ তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details