ভাঙড়, 4 জুন: সাত দফা নির্বাচনের পর আজ, মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হতে চলেছে দেশ তথা বাংলার লোকসভা আসনের প্রার্থীদের ৷ আর গণনা শুরুর আগের রাতে বোমা বিস্ফোরণ ভাঙড়ে ! বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভরতি পাঁচজন গ্রামবাসী ৷ ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য ৷ যাঁর নাম আজহার উদ্দিন।
গণনার আগের রাতে ভাঙড়ে বিস্ফোরণ ! ঝলসে গেল 5 - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Bomb Blast in Bhangar: লোকসভা নির্বাচনে গণনা শুরুর আগে ফের উত্তপ্ত ভাঙড় ৷ সোমবার রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পানাপুকুর এলাকায় বোমা বিস্ফোরণে ঝলসে গেলেন পাঁচ গ্রামবাসী ৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি তাঁরা ৷
Published : Jun 4, 2024, 8:05 AM IST
|Updated : Jun 4, 2024, 8:29 AM IST
পুলিশ সূত্রের খবর, পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটেছে। আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিক করা হয় ৷ ঘটনাস্থলে পড়ে রয়েছে বেশ কিছু বোমা-সহ বোমা তৈরি সরঞ্জাম। বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানা পুলিশ ৷
নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। সপ্তম দফা নির্বাচনে ভাঙড়ে বারেবারে অশান্তির ঘটনা ঘটেছে। দিনভর তৃণমূল-আইএসএফ সংঘর্ষে তপ্ত ছিল পরিস্থিতি। বোমা মারার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়েছে। তৃণমূল দাবি করে, ঘটনার রাতে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে তাদের কর্মীদের ISF কর্মীরা গ্রামে ঢুকতে বাধা দেন। দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। উল্লেখ্য, বরাবরই ভাঙড় প্রশাসনের কাছে স্পর্শকাতর এলাকা। গণনার আগে থেকেও বিশেষ নজরদারি রয়েছে প্রশাসনের। গত পঞ্চায়েত নির্বাচনে গণনার রাতেই সংঘর্ষে রক্তপাত হয় ভাঙড়ে। 2021 সালের বিধানসভা ভোটেও দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়।