রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি: দশ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল চারচাকার উপরে ৷ ভয়াবহ পথ দুর্ঘটনায় রায়গঞ্জে প্রাণ গেল 2 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও লরির নীচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের করণদিঘি থানার টুঙ্গিদিঘির বাসস্ট্যান্ড মোড় এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় করণদিঘি থানার পুলিশ বাহিনী। আহতরা বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি দশ চাকা লরি ভুট্টাবোঝাই করে ডালখোলার দিক থেকে রায়গঞ্জের দিকে আসছিল। করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার বাসস্ট্যান্ড মোড়ে এসে পৌঁছতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি স্করপিও গাড়ির উপর। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। লরির নীচে থাকা কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিকভাবে তড়িঘড়ি প্রথম করণদিঘি গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়। পরবর্তীতে এদের মধ্যে গুরুতর আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷