পশ্চিমবঙ্গ

west bengal

'আইনি ব্যবস্থা নিলে গণ ইস্তফা দেব', মমতার মন্তব্যের পালটা সিনিয়র চিকিৎসক - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 7:32 PM IST

Kolkata Doctor Rape and Murder: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পালটা হুঁশিয়ারি দিলেন আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা ৷ জানালেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের উপর যদি কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে তাঁরা গণ ইস্তফা দেবেন আরজি করের চিকিৎসকরা ৷

Kolkata Doctor Rape and Murder
আরজি করের পড়ুয়ার মৃত্যুতে আন্দোলন (ইটিভি ভারত)

কলকাতা, 30 অগস্ট: এফআইআর করলে গণ ইস্তফার হুঁশিয়ারি এবার আরজি করের সিনিয়র চিকিৎসকদের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে এই বিষয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই উত্তর দিলেন সিনিয়র চিকিৎসক ৷

গণ ইস্তফার হুশিয়ারি (ইটিভি ভারত)

মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আরজি করের চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলার সময় বলেছিলেন, "এবার ধীরে ধীরে কাজে যোগ দিন। সুপ্রিম কোর্ট কিন্তু ক্ষমতা দিয়েছে রাজ্য সরকার অ্যাকশন নিতে পারে। আমি অ্যাকশন নিতে চাই না। কারণ আমি চাই, ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি কারও বিরুদ্ধে যদি এফআইআর করি, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কোথাও চান্স পাবেন না। পাসপোর্ট পাবেন না। ভিসা পাবেন না। আমি কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে সে বিচার পাবেন না। মনে রাখবেন তাঁর জীবনটা নষ্ট হয়ে যাবে।"

বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে একটি গণ কনভেনশনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। পরবর্তী কর্মসূচি কী নেওয়া যেতে পারে সেই নিয়েই এক আলোচনা হয় সেখানে। ওই বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিনের চিকিৎসক তথা অধ্যাপক সুখেন্দুশেখর কর বলেন, "আন্দোলনরত কোনও চিকিৎসকদের উপর যদি আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা গণ ইস্তফা দেব।" এর পাশাপাশি তাঁদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, ওই গণ কনভেনশনে যোগ দিয়েছিলেন আরজি করের নতুন উপাধ্যক্ষ। তিনিও এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, "বিচার পাওয়ার পরেই আমরা থামব। কারও কাছে আমি মাথা নত করি না। তাই আমাদের একটাই স্বর থাকবে, 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ আরজি করে কী কালচার চলত আমি জানি না। কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের উপরে যে যেতে চাইবে তাকে আমার মুখোমুখি হতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details