হাওড়া, 26 জানুয়ারি: কারশেডে ঢুকতে গিয়ে লাইনচ্যুত হল সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের 2টি বগি ৷ সেই সঙ্গে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা দুরন্ত এক্সপ্রেসের পার্সেল ভ্যানে ধাক্কা মারে সেটি ৷ যার জেরে দুরন্তর কয়েকটি বগিও লাইনচ্যুত হয়ে যায় ৷ হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে রেলগেটে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷
রেল সূত্রে খবর, আজ সকাল 9টা 15 মিনিটে দু’টি ট্রেন কারশেডে ঢুকছিল ৷ সেই সময়ই ঘটে দুর্ঘটনা ৷ ফলে ট্রেনগুলিতে কোনও যাত্রী না-থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ৷ তবে, সাধারণতন্ত্র দিবসে এই দুর্ঘটনায় সমস্যায় পড়েছেন স্থানীয় লোকজন ৷ পদ্মপুকুর রেল ক্রসিং সংযুক্ত করে ক্যারি রোড ও আন্দুল রোডকে ৷ যেখান দিয়ে রোজ হাজার-হাজার গাড়ি যাতায়াত করে ৷ এই দুর্ঘটনার জেরে দুই রাস্তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ যার জেরে সকাল থেকে নাজেহাল মানুষজন ৷
হাওড়ায় লাইনচ্যুত দুরন্ত-সহ 2টি দূরপাল্লার ট্রেন (নিজস্ব ভিডিয়ো) আপাতত ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া পুলিশের তরফে ৷ ওই রাস্তা দিয়ে চলাচলকারী সব গাড়ি ঘুরপথে চালানো হচ্ছে ৷ রেলের তরফে দ্রুত লাইনচ্যুত হওয়া ট্রেন দু’টিকে সরানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে ৷ ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন ৷ আরপিএফ ও জিআরপি-র পাশাপাশি হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে রয়েছে ৷ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেল পুলিশকে সাহায্য করছে স্থানীয় প্রশাসন ৷
তবে, কতক্ষণে লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরিয়ে রেলগেট খোলা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ জানা গিয়েছে, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের বগি দু’টি লাইন থেকে নেমে পাশের দুরন্তর ট্র্যাকে উঠে গিয়েছে ৷ তবে, কারশেডের লাইন হওয়ায় রেল পরিষেবায় কোনও প্রভাব পড়েনি ৷
এই দুর্ঘটনা নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, "এটা কোনও রানিং ট্রেন লাইনচ্যুত হয়নি ৷ রেল ইয়ার্ডের লাইনে কারশেডে ঢোকার সময় হয়েছে ৷ পাশের মেইন লাইনে লাইনচ্যুত বগির কিছুটা অংশ উঠে গিয়েছিল ৷ সেটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে ৷ ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি ৷"